১/কুং ফু ছাত্র গুরুকে বলছে-
: মায়েস্ত্রো, কেন আমার দক্ষতার উন্নতি হচ্ছে না? আমি বারবার হেরে যাচ্ছি।
প্রশান্ত, প্রজ্ঞা ও স্থৈর্য্যের প্রতিমূর্তি গুরু ধীরলয়ে বলা শুরু করলেন।
: প্রিয় শিষ্য, সূর্যাস্তের সময় দীর্ঘ ডানার গাংচিল উড়ে যাওয়া দেখেছো কখনো যখন ডানাকে স্ফুলিঙ্গ মনে হয়?
: জ্বি মায়েস্ত্রো, দেখেছি।
: পাথরের উপর তুমুল বেগে ঝর্ণার জলের সশব্দে আছড়ে পড়া দেখেছো?
: জ্বি মায়েস্ত্রো আমি দেখেছি।
: আর চাঁদ...যখন শান্ত জলে চাঁদ তার অভাবিত সৌন্দর্য্য প্রতিফলিত করে?
: জ্বি মায়েস্ত্রো, এই অভাবিত সৌন্দর্যও আমি দেখেছি।
: যা করার তা বাদ দিয়ে এইসব বা*ছাল দেখলে তোমার দক্ষতার উন্নতি হবে কিভাবে?
২/: বাহ! আপনার হার্টের অবস্থা তো এখন বেশ ভালো। কালই বাসায় চলে যেতে পারেন।
: ধন্যবাদ ডাক্তার, আপনার বিলটাও তবে আমাকে দেখাবেন।
: বিলটা আপনার না দেখাই ভালো। আপনার ছেলেকেই দেখাবো না হয়।
: কেন বলুন তো?
: মাত্র একটা বড় ধাক্কা খেয়ে উঠলেন এই সময়ে আরেকটা...
সামু ব্লগারদেরও এই অবস্থা। সামু মুক্ত হওয়ার আনন্দের ধাক্কার সাথে যুক্ত হয়েছে আরেক আনন্দের ধাক্কা-ব্লগ ডে-২০১৯।
সামু ও সামুর ফেসবুক গ্রুপে পোস্ট দেখে অনেকেই অবগত হয়েছেন যে, “ব্লগ ডে ২০১৯” উপলক্ষে ২০শে ডিসেম্বর, ২০১৯ ঢাকায় ব্লগারদের এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। জাদিদ ভাইয়ের সাথে আলাপে জেনেছি- অংশগ্রহনেচ্ছু ব্লগারদের রেজিস্ট্রেশন সন্তোষজনক গতিতে এগুচ্ছে।
নানা অসুবিধার কারনে ব্লগডেতে যাবো কি যাবনা ভাবছিলাম। এমন সময় উপরের কৌতুকটি মনে পড়ল! আরে তাইতো! আমি ওয়াজ মাহফিলে যাই, রাজনৈতিক মিটিংএ যাই,সাংস্কৃতিক অনুষ্ঠানে যাই,বিয়ে খেতে যাই, চল্লিশায় যাই! একজন ব্লগার (যদিও লো-রেঞ্জের) হয়ে কুং ফু ছাত্রের মত যা করার তা বাদ দিয়ে আমি কিনা ব্লগ-ডেতে যাবনা !!এ হয়না।সাথে সাথে রেজিস্ট্রেশন করে ফেললাম। আমি একা নই এক বন্ধুসহ।
অনুষ্ঠানে থাকবে- ব্লগারদের আগমন, পরিচয় পর্ব, অনুভুতি প্রকাশ,আমন্ত্রিত অতিথীদের নিয়ে আলোচনা সভা ও ম্যাগাজিন মোড়ক উম্মোচন, চা বিরতি, হালকা নাস্তা,সাংস্কৃতিক অনুষ্ঠান,রাতের খাবার পরিবেশন,পুরুষ্কার বিতরনী এবং সমাপনী বক্তব্য। সবার জন্য ফ্রি থাকছে ব্লগডে ম্যাগাজিন। স্যুভেনির হিসাবে মগ বা টিশার্টের ব্যবস্থা থাকারও সম্ভাবনা আছে।
আমার ধারনা শত ব্লগারের উপস্থিতিতে এ আন্দময় উৎযাপন অনেকেই মিস করতে চাইবেন না।যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, দ্রুত রেজিস্ট্রেশন করুন।একজন সহব্লগার হিসেবে না দেখেই যার প্রতি এত মায়া,মমতা,আন্তরিকতা এবার তাকে বুকে জড়িয়ে ধরে বলুন-আরে আপনিই সেই কবি? রম্যলিখক? প্রাবন্ধিক? ছড়াকার? (ইয়ে জড়াজড়ির ব্যাপারে শর্ত প্রযোজ্য)।
সকল ব্লগারের জন্য শুভ কামনা, দেখা হচ্ছে ২০শে ডিসেম্বর-২০১৯ সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগে।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৩