আজ বিশ্ব নারী দিবস । এ উপলক্ষে একটি ছবি ব্লগ দেয়ার প্রত্যয়ে মাস খানেক আগ থেকেই প্রস্তুতি নেই । নেটে প্রচুর তল্লাশি করে বিভিন্ন ক্ষেত্রে প্রথম এ রকম ৮৪ জন নারীর একটা তালিকা করি ।
প্রত্যেকের ছবি খুঁজতে গিয়ে ছবি পেয়েছি মাত্র ৩৮ জনের ।
এই বিশেষ দিবসে, পোস্টের সংক্ষিপ্ত পরিসরে , এঁদের কয়েক জনকে ছবিতে উপস্থাপন করলাম ।
১ ।বাংলাদেশের প্রথম নারী স্পিকার - শিরিন শারমিন চৌধুরী
২।বাংলাদেশের প্রথম নারী প্রধান মন্ত্রী - বেগম খালেদা জিয়া
৩।বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী - ডাঃ দিপু মনি
৪। বাংলাদেশের প্রথম নারী সংসদ সদস্য - ব্যারিস্টার রাজিয়া ফয়েজ
৫। বাংলাদেশের প্রথম নারী মেয়র - সেলিনা হায়াত আইভি
৬। বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার ( ছত্রী সেনা) - ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস
৭। বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক - সালমা খাতুন
৮। বাংলাদেশের প্রথম নারী সামরিক পাইলট (যৌথ ) - ফ্লাইট ল্যাপটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইং অফিসার তামান্না-ই- লিপু
৯। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর - নাজনিন সুলতানা
১০। বাংলাদেশের প্রথম নারী উপাচার্য - অধ্যাপক ডঃ ফারজানা ইসলাম
১১। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেট ধারা ভাষ্যকার - সারিয়া তানজিম সুমনা
১২। বাংলাদেশের প্রথম ফেসবুক ভেরিফাইড নারী - পড়শি
১৩। মজিলার প্রতিনিধি - তানহা
১৪। বাংলাদেশের প্রথম নারী ভাস্কর - অধ্যাপক নভেরা আহমেদ
১৫। বাংলাদেশ বেসরকারি টিভি চ্যানেলের প্রথম নির্বাহী প্রযোজক - নায়লা
১৬/ বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী - নিশাত মজুমদার ।
১৭/ সমুদ্রে জাহাজ চালনায় প্রথম - ক্যাডেট বিউটি আক্তার ।
১৮/ মুক্ত পেশাজীবী / ফ্রি ল্যান্সার - মারজান আহমেদ ।
১৯/ ফটো সাংবাদিক -সাঈদা খানম ।
২০/ সংগীত পরিচালক - ফেরদৌসি রহমান ।
২১/ প্রথম উপজাতী নারী সৈনিক - সুমি মানকিন ।
২২/ প্রথম পাইলট - ক্যাপটেন ইয়াসমিন রহমান ।
২৩/ গারো মহিলা এডভোকেট - বালমি চিসিম তোড়া ।
২৪/ ইকো গাইড - পাপিয়া সুলতানা রোজী ।
২৫/ বিশ্বকাপে খেলা বাংলাদেশের প্রথম মহিলা দাবাড়ু - শামিমা আখতার লিজা ৷
২৬ / দাবায় আন্তর্জাতিক মাস্টার - রাণী হামিদ ।
২৭/ ঢাকা ইউনি'র প্রথম ছাত্রী / প্রথম মহিলা সাংবাদিক - লীলা নাগ ।
২৮/ সামহোয়্যার ইন ব্লগের প্রথম পোস্ট দাতা - দেবরা ।
উৎসর্গ - পৃথিবীর সকল মা'কে
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৮