একজন উনার অশিক্ষিত পিতাকে জিজ্ঞেস করলেন , আপনার ছেলে কি করেছে আপনি জানেন ?
উনি উত্তর দিয়েছিলেন , ঠিক বুঝতে পারছিনা , তবে এত মানুষের আনন্দ দেখে বুজতেচি সে একটা কিছু ঘটাইছে ।
এই মাত্র প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১২ এর ফলাফল দেখে জানতে পারলাম, আমার এক মাত্র মেয়ে জান্নাতুন নাজরানা রজনী জি পি এ ৫ পেয়েছে ।
তার মায়ের আনন্দ দেখে আমারও মনে হল জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় মেয়েটা একটা কিছু ঘটাইছে ।
সকলের নিকট দোয়ার আবেদন রইলো ।
