সামুতে পূর্বে কেউ শেয়ার করেছেন কিনা জানিনা । জানালে সাথে সাথে মুছে দেব )
সতর্কতা ; বিকৃত , দগ্ধ একটি ছবির কারনে দুর্বল চিত্তদের ভিতরে না যাওয়ার অনুরোধ রইলো । ছবিটা বড় আকারে দেখলে অনেকের ভয়ের উদ্রেক হতে পারে ।
জবাব দে গণতন্ত্র
আমি পিশাচ নই, পেত্মী বা ডাইনী নই।
ওরে আমি নরখাদক রাক্ষস নই।
আমি কোনো রক্তচোষা ড্রাকুলাও নই।
ওর শুয়োরের বাচ্চারা আমাকে চিনতে পারিস নাই।
আমাকে তালা দিয়ে আটকে রেখেছিলি
তাজরিন গার্মেন্টসের কেচি গেইটের মধ্যে।
তারপর ঝলসে গেছে আমার পুরো শরীর।
তোরা এভাবেই শেষ করে দিলি আমার জীবনটাকে।
আমাকে বেওয়ারিশ কয়লা বানাইয়া
এখন তোরা শোক দিবস মারাস !
কিন্তু কি অপরাধ ছিল আমার।
আমি কি ক্ষতি করেছি তোদের ?
আমি তো তোদের পদ্মা সেতু নির্মাণের কাজে বাধা হই নি?
তিন গুন বেশি দামে কুইক রেন্টালের
বিদ্যুৎ বিল বাকি রাখিনি ।
আমিতো দরবেশের মতো
শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা সরাইনি ।
আমিতো হলমার্কের মত
সোনালি ব্যাংকের চার হাজার কোটি টাকা গায়েব করিনি ।
আমিতো ডেস্টিনির মত লক্ষ লক্ষ মানুষকে ফকির করিনি
তাহলে ঐ শুয়োরের বাচ্চা ইতর
আমারে পোড়াইয়া দিলি ক্যান?
ঐ অন্ধ আইন, ঐ লুলা খোড়া প্রতিবন্ধি সংবিধান।
হাইকোর্টের বারান্দায় খাড়াইয়া সিগ্রেট ফুকছস নি।
তাই যদি না হবে তো আমি জ্বইলা গ্যালাম কেমতে।
ঐ কুত্তার বাচ্চা সুপারভাইজারের দল
তোরা কি তখন বেশ্যা পাড়ায় গা টিপাইতেছিলি ?
যখন আমি পুড়ে মরছিলাম তখন
কেচি গেইটে তালা লাগানো ছিলো ক্যান?
এর উত্তর দে ওরে বেজন্মার দল।
ঐ শুয়োরের বাচ্চা গার্মেন্টস ম্যানেজার
এ জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছিল?
একাত্তরেও আমাদেরকেই মরতে হয়েছিল।
বিশ্ব বেহায়া এরশাদকে খেদাতে গিয়ে,
নব্বইয়ে গুলি খেয়েছিল আমাদেরই নুর হোসেন,
এর পরেও আজ আমাদের পুড়ে মরতে হয়?
ওরে গার্মেন্ট মালিক,
তুই তাদের ঘাম বিক্রি করে মার্সিডিজ হাঁকাস,
ক্লাবে গিয়া ফুটানি দেখাস ,
কারখনায় আগুন নিরাপত্তার খরচ বাঁচাইয়া
চেম্বার ইলেকশনে কোটি টাকা খরচ করিস ,
আগুন যখন লাগে তখন কি
এসি রুমে বইসা বউরে ঠকাইয়া
মোবাইলে কল গার্লের লগে দরদাম করতাচিলি ?
তা যদি না হবে তো
আমরা পুইরা কয়লা হইলাম ক্যা ?
ওরে খানকীর পুতেরা ,
জবাব দে আমরা পুইরা কয়লা হইলাম ক্যান ?
কিছুই বলবো না
শুধু বলি ঐ শুয়োরের বাচ্চা গণতন্ত্র,
তুই কোন ডাস্টবিনে বইয়া ময়লা ঘাটতেছিস?
ওরে বেজন্মা গণতন্ত্র নামের ইতর
আর চুপ থাকিস নে
এবার মুখটা খোল;
জবাব দে,
তুই জবাব দে,
জবাব দেরে হারামজাদা।
( এফ বি র অন্তত ২০টি পেজে লিখাটি পেলেও লিখকের নাম পাইনি ।নাম না জানা কবির প্রতি কৃতজ্ঞ থাকলাম । )
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৮