আমি খুব একটা লিখতে পারি না, কিন্তু খুব ভালো পাঠক। তাই সারা দিন সামুর এক ব্লগ থেকে অন্য ব্লগে ক্লিকাই আর ক্লিকাই। আর এদের মধ্যে যাদের ব্লগে একটু বেশি ক্লিকাই তারাই আজ আমার ভাবনার বিষয়।
বড়বিলাই আমি সবচাইতে এলোমেলো হয়ে যাই এই ব্লগে ঢুকলেই। মনে হয় হায় আল্লাহ আমি তো বাঘ ও চিনিনা বিলাই ও চিনিনা।








কাব্য: কাব্যর ব্লগে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়, বিশেষ করে কাব্যর ইমোটিক চেহারাটা দেখলেই।





নীল-দর্পণ এই ব্লগে গেলেই মনে হয় আমি অতীতে চলে গেছি, করন ছবিটা পুরাতন হলেও মনে হয় এখনো কথা বলে।
জেরী নামটা শুনলেই অনেক দূরন্ত মনে হয়। কোন একদিন আমি জেরীকে ভুলে লক্ষীজেরী বলে দিলাম, সে ঐদিন আনন্দে কেঁদে ফেলেছিলো।








রাজামশাই এই ব্লগে গেলেই মনে হয় ফুলের রাজ্যে প্রবেশ করলাম। এই রাজার ফুল প্রীতি ব্যাপক। তাই আজ জানতে ইচ্ছা হয় এই ফুল এই পর্যন্ত কতজন রানীকে দেওয়া হয়েছে?
আসিফ মুভি পাগলা এই ব্লগে গেলে নিজেকে কখনোই পাগল মনে হয়না। শুধু মনে হয় এতো ছবি দেখার পরেও আপনার চোখ দুইটা ভালো আছেতো? যদিও আপনি নিজেই বলছেন মুড়ি খাই আর মুভি নামাই, দেখেন কিনা তা বলেন নাই।
ভোর এই ব্লগারের বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে। তবে যারা না পড়েছেন মনে হয় কিছু একটা মিস করেছেন।
টিংকু ট্রাভেলার টিংকু ভাইকে দেখলে আমার হিংসা হয়,




আজ অনেক লিখেছি, বাকিদের নিয়ে লিখবো নাহয় অন্য কোন দিন। ভালো থাকবেন সবাই।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৬