ঢাকা শহরে চলছে গ্যাস সমস্যা। বিদ্যুতের লোডশেডিংয়ের মতো গ্যাসও মাঝে মাঝে আসে। কিছুদিন আগে আমরাও সমস্যায় ছিলাম। গ্যাস আসতো দুই বেলা সকালে আর রাতে ঘন্টা খানেকের জন্য, দুপুরে গ্যাস নাই।
এইবার আসেন আসল কথায় দুদিন আগে সন্ধায় বাসায় যেয়ে দেখি গ্যাস আছে, আমি তো অবাক গ্যাস আসলো কোথা থেকে। মাকে ডেকে জিজ্ঞাসা করলাম তখন মা বললো, " গতকাল কয়েকজন লোক আসছিলো গ্যাসের অফিস থেকে আমাদের এখানে গ্যাস কেমন আসে তা দেখার জন্য। তারপর তারা বাড়িওয়ালাকে বলেছে অফিসে পরে দেখা করতে আর এটাও বলেছে যে কিছু টাকা দিলে তারা নাকি গ্যাস বাড়িয়ে দেবে।" এবং পরে তাই বুঝলাম যে আমাদের বাড়িওয়ালা তাদের সাথে যোগাযোগ করেছে এবং কিছু টাকাও দিয়েছে ফলে আমাদের আর কোন সমস্যা হচ্ছে না। মানে সবসময় পর্যাপ্ত পরিমান গ্যাস পাচ্ছি। তাই আপনারা পছন্দ মতো বাজার করে চলে আসুন আমার বাড়িতে।
এবার বলেন আসলে আমাদের সমস্যাটা কোথায়??? টাকা দিলাম আর গ্যাসের সমস্যার সমাধান হয়ে গেলো!!!



সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২২