আমি অনেক ব্যস্ত একজন মানুষ কিন্তু কিভাবে যেন সব ব্যস্ততাকে ভুলে চলে গেলাম খেলা দেখতে। গতকাল জীবনের প্রথম কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখলাম মাঠে গিয়ে আর সেই ম্যাচটা-ই হারলাম!!! বহুৎ কষ্ট পাইলাম...........



এবার অন্য কথা বলি... ...
মাঠে প্রবেশ করেই দেখি বাংলাদেশের খেলোয়ারারা ব্যাটিং প্রাক্টিস করছে, বুঝতে পারলাম আগে ব্যাটিং করতে হবে। তখনো দর্শক খুব একটা আসে নি। এরপর আর কি বসে পড়লাম একটি চেয়ারে। আস্তে আস্তে দর্শক আসতে শুরু করলো। আর খেয়াল করে দেখলাম মাঠে আসার পর দর্শকদের মাঝে একটা বিষয়ই কাজ করে তা হলো সে কোথায় বসবে, আর কোথা থেকে খেলা ভালো দেখা। তারপর মন মতো কোথাও বসে খেলা দেখা শুরু হতে না হতেই খিদে লেগে যায়। আর কি ফুড কর্নার থেকে খাবার কিনে খাওয়া শুরু। খাওয়া শেষে পানির বোতল আর অন্য সব ময়লা চেয়ারের নিচে। আর ক্যামেরা ম্যান দেখলেই হুমড়ি খেয়ে পড়া। এই গেলো দর্শকদের অবস্থা।
আমার পেছনে ভিভিআইপি গ্যালারিতে বসে ছিলেন হাবিবুল বাসার, আর রকিবুল হাসান। আমি খেয়াল করে দেখলাম রকিবুল হাসান যতোক্ষণ খেলা চলছিলো ততোক্ষণই মোবাইলে কথা বলছেন। আমি অবাক একটা মানুষ এতো কথা বলে কিভাবে???



খেলোয়ারদেরতো ভাবই আলাদা। খেলোয়াররা সব সময় মোজ মাস্তিতেই থাকে। তবে খেলোয়ারী জীবনটাতো মোজ মাস্তিরই তাই না??? তবে খেলা নিয়ে কোন মন্তব্য করবো না তাহলে....... তবুও যা বুঝলাম যে বাংলাদেশের ব্যাটিংয়ে যতোটা উন্নতি করেছে বোলংয়ে ততোটাই অবনতি ঘটেছে।