ভাষা আন্দোলনের উপর শ্রীকান্তের গাওয়া একটা অসাধারান গান। সুন্দর গাঁথুনি আর সুরের এই গানটা এ পর্য্যন্ত কতবার শুনেছি হিসেব নেই।
মেয়েটা ছিলো সদ্য ফোঁটা, মেয়েটা আধো কুড়ি
মেয়েটা আবার গোধুলিবেলার স্নিগ্ধ বালুচরী !!
মেয়েটা ছিলো শ্যামলা ঘেষা, মেয়েটা আজও সবুজ
মেয়েটা আমার বুক ভাসানো,প্রেমের মতই অবুঝ
মেয়েটা ছিলো...........!!
মেয়েটা ছিলো চোখের পাতায়, মেয়েটা ধ্রুবতারা
মেয়েটা কখনো মাটির গানে, প্রেমিক দোতারা ।
মেয়েটা ছিলো আন্দোলনে, মেয়েটা ভীষন একা
মেয়েটার নাম "বাহান্ন"তে বুলেট দিয়ে লেখা
মেয়েটা আজও ইচ্ছে মেঘে বৃষ্টি দিনের আশা
মেয়েটা আমার আতর ঢালা ,সাধের বাংলা ভাষা !!
Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৩১