[ ভালোবাসা দিবসে খুলনা ও সুন্দরবন সংলগ্ন অঞ্চলগুলিতে সুন্দরবনকে ভালোবেসে প্রতিবছর যে " সুন্দরবন দিবস" পালিত হয়, তাকে স্মরণ করে উৎসর্গিত । ]
এই যে মাত্র সাড়ে তিন হাত জমি মেপে দিলেন আমায়
তাতেও কি দিতে হবে ভূমিকর ?
পশুরের পাড়ে আমার যে জমি ছিলো দশ একর
ছিলো সে গাঙে নাও, উঠোনে ঝোলানো
মাছ ধরা জাল, গোয়ালে গরু ছিলো দেড় হালি
সেসব তো কবে হয়ে গেছে খালি-
রমজান মাতবর নিয়ে গেছে দেনার দায়ে সবি তার ।
বাকী ছিলো খড়ের গোলা, দরমার বেড়ায় বাঁধা ঘর,
মুরগীর খোপও ছিলো খান দুই,
ছিলো পালনা মুরগীর দল , ছিলোনা কোনও ভয় ডর-
উঠোন -ঘরবাড়ী বেড়াতো দাঁপিয়ে, সকালে কুক...কুরুৎ কুউ..
ডাক দিলেই মোকলেসের মা সেজদায় পড়ে যেতো ফজরের ।
কি জানি কি বসাবেন সেইখানে, বইবে নাকি জোয়ার
তা কি পশুরের মতো উজান ভাটায় পাল্টাবে স্বরূপ ,
আলো ভরা অপরূপ ?
নাকি পাল্টে যাবে মরা গোলপাতা , গজারীর শরীর ?
আহা , ঘরের চাল ছাইবো কি দিয়ে !
ঘাঁই হরিনীর রোশনাই দেখা যাবে কি তাতে আর !
বনবাঁদাড় উজার করে সোনার ভান্ড
ভেসে আসবে নাকি সবার আঙিনায়
ঘটে যাবে নাকি , কি সব এলাহী কান্ড !
এপার তো গেছে, ওপারের মহাজন ও নাকি
আড়ি পেতে আছে
কখন খুঁটি গেড়ে দেবে সাড়ে তিন হাত জমির সীমানায় !
দাঁড়ান .....দাঁড়ান, যাবোই তো চলে ;
যে টিনের চালে বাঁধানো পাতকূয়োঁর জলে
আর যে পশুরের বুকে কেটেছে জীবনভর,
সেই জলে দেখে নেই মুখখানি শেষবার
নাকি তাতেও দিতে হবে জলকর ?
( ছবির কৃতজ্ঞতা ইন্টারনেটে shunya.net এর কাছে )
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০