এই পুড়ার চক্ষে বড়ই পাপ রে বাজান ! বড়ই পাপ ……
সব কিছু ধর্যা দে যায় না রে এই পুড়ার চক্ষে
কুথাকার ম্যাঘ কুথা যায়, নৈঋতের আসমান
কান্দে ক্যানে তারে ছাড়ি ,
ছাতিম ডালে বইসে থাকা পক্ষি
চিক্কুর পাড়ে ক্যারে , গাঙ পারে
পইড়ে থাকা ধানের জমিন
চাঁন্দের আলোয় বেহুদা মাখামাখি ।
সব ধর্যা দে যায় না রে এই চক্ষে
কিন্তুক বাজান ,
চক্ষে ক্যানে লেইগে থাকে হুদা
জোছনা বাইদানীর তেল পিছলানা শরীলখান !
কহো বাপ , সব ধর্যা দেয় না ক্যানে চক্ষে
ইছামতির ঢেউ খেলা পানি, কুমড়ার ফুল
ঢলঢল , ঘাট ছাড়ি যাওয়া খেওয়ার পারাপার ,
বাজারেতে চাঁন্দি চকচকা ইলসার পুনা,
লাউশাঁক লিয়ে বসা দেহাতী ছেমড়ি হাতে গুনা ।
ছোডু ল্যাংটা পুলাপান নুনু দ্যাখায়ে যায় ক্যানে
ক্যানে ধর্যা দে যায় না এই পিরথিমির সোমসার !
হামি তো দেকিনা কিছুই, চক্ষে সব ছারেখার, হুদা
অতসী বালার নেইচে ওঠা বুক
এই পোড়া চক্ষে লেইগে থাকে ক্যানে বারেবার !
মনডেয় পচ ধর্যা গ্যালো ক্যামনে
বুলবা , মনডেয় ক্যামনে ধর্যা গ্যালো পচ ?
কডাদিন আর বাঁচুম, গোনা গুনতি দিন
শরীলে যে লাগিচে ধস ।
লে বাপ, প্রাচিত্তির করি কি হবেনে অখন ?
ক্ষ্যামা কইরে দিস -
সাফা কতা বুলে যাই, পারানীর চরে বইসে
অখনও তো দেকি খালি পুনিমার চাঁন
কও দেহি তালে -
কুথাকার কুন ফিরিস্তা বাঁচাইবে মোরে , বাজান !
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮