বিশ্বকাপ ফুটবল ২০১৪ দরজায় কড়া নাড়ছে। অফিস, বাসা কিংবা ফেসবুক সব জায়গাতেই শুধু ফুটবল আর ফুটবল। অনেকে শুরু করেছেন ফুটবল নিয়ে গবেষনা, কোন দলের পারফরম্যান্স কেমন ? কে কত গোল করবে ? কোন দল চ্যাম্পিয়ন হবে ? ইত্যাদি ইত্যাদি। ফুটবলের এত গভীর আলোচনার মাঝে আপনাদের একটি মজার তথ্য দেই। আচ্ছা বলুনতো কোন দেশের জাতীয় ফুটবল দলের ছদ্মনাম (নিক নেম) রাস্তার পাগলা কুত্তা ?



বর্তমান ফিফা র্যাংকিং এ ১২৯ তম দেশটি ফিলিপাইন। তাদের জাতীয় দলের ছদ্মনাম (নিক নেম) Azkals বা রাস্তার পাগলা কুত্তা। এটা প্রথমে অনলাইন ভিত্তিক সমর্থক গোষ্ঠীদের দেয়া নাম Calle Azul (Streets of Blue, referring to the color of their kit) থেকে এসেছে। এরপর পরিবর্তিত হয়ে Azul Calle এর পর ছোট হয়ে AzCal, এবং সবশেষে Azkals যা ফিলিপিনো শব্দ Askal এর অনুরুপ যার অর্থ রাস্তার পাগলা কুত্তা।
আসুন Azkals এর লোগোটি দেখি।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৭