জয়নাল হাজারী, আবুল হোসেন এবং শামীম ওসমানের কাছে ক্ষমাপ্রার্থনা
অনেক বছর আগে, আমাদের একজন জাতীয় অভিভাবক জয়নাল হাজারীর মতো একজন নি:শ্পাপ রাজনীতিবিদের সঠিক মূল্যায়নকে স্বীকৃতি দিয়ে বলেছিলেন সংবাদমাধ্যমের কর্মীরা (আর সাধারন মানুষ) এই বর্ষীয়ান নেতাটিকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। এর কাছে আমার পরিবার ঋনী।
দুই এক বছর আগে, আমাদের সেই একজন জাতীয় অভিভাবক আবুল হোসেনের মতো একজন নি:শ্পাপ ব্যবসায়ী ও রাজনীতিবিদের সঠিক মূল্যায়নকে স্বীকৃতি দিয়ে বলেছিলেন, তিনিই সত্যিকারের দেশপ্রেমিক। বিদেশীরা এই বর্ষীয়ান নেতাটিকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। এর কাছে আমার দল ঋনী।
আর দুই এক দিন আগে, আমাদের একজন জাতীয় অভিভাবক শামীম ওসমানের মতো একজন নি:শ্পাপ কারিগর ও রাজনীতিবিদের সঠিক মূল্যায়নকে স্বীকৃতি দিয়ে বলেছিলেন, সংবাদ মাধ্যমের কর্মীরা (আর সাধারন মানুষ) এই ত্যাগী পরিবার টিকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। এর কাছে আমার পরিবার ঋনী।
আর এভাবে পারিবারিক ঋনের চাপে বিশুদ্ধ হলো মেঘনা, পদ্মা আর শীতলক্ষার পানি। ধুয়ে মুছে পবিত্র হয়ে গেল ফেনী আর নারায়নগন্জের মাটি। বিদেশে আমাদের সন্মান অনেক উচুতে উঠে গেল। তাই তোমাদের কাছে শুধু ক্ষমাই চেয়ে গেলাম।
ফেসবুকে একটি লেখা পড়ে অনুপ্রানীত হয়ে।