চেয়ারে দুই পা তুলে বসে আছে।মাথা টা গুজা দুই হাটুর মাঝে,চোখ বন্ধ,সামনের টেবিলে খোলা পড়ে আছে বই।বইয়ের পাতা ছাড়িয়ে বন্ধ চোখে ভেসে উঠে খেলার মাঠ,দৌড়ে চলেছে সবাইকে পিছনে ফেলে,চার দিকে চিৎকার নিজের নামের প্রতিধ্বনি,এবার ও প্রথম পুরস্কার।প্রতিটি মুহুর্ত অনুভব করে ...এমনি করে কত ঘন্টা কত দিন গিয়েছে কে জানে। মৃত নিজেকে দেখেছে, দেখেছে নিজের পথচলায় বেচে উঠেছে হাজার হাজার মানুষ, বদলে দিয়েছে সব,গানের সুরে মাতোয়ারা করেছে দুনিয়া,কল্পনার পথে হেটে হেটে অনেক দূর এসে দাড়িয়েছে একান্ত ই নিজের কাছে,আপ্লুত হয়েছে কারো সাথে পথ চলায়,ভেসে বেড়িয়েছে মেঘের ভেলায়,ছোট ছোট একটা দুটো লাইন আবিস্ট করে রাখছে,রাগ অভিমানে র পালা বদলে একটু হাসি...
স্বপ্নেরা ভেন্গে পড়ে,কল্পনারা ছেড়ে যায় দূরে।চোখের কোনায় আর ভেসে উঠে না কিছু।হাওয়া ছুয়ে আগুন জ্বালানো হয় না আর,বিরহ ই ধরা দেয় বার বার।যত বার চোখ বুজি,দেখি তুমি চলে যাচ্ছ অকারন, কেউ নেই পাশে, একা পথ হাটছি,কিছু ই বদলায় না পথ চলায়,আর ফুল ছু্য়ে আনন্দের খই ফুটে না,তবু ফুল ছুই,হঠাৎ পথ চলায় দেখা হয়ে যায়, কেউ অপেক্ষা করে থাকি না ....বলা হয় না, ভাল আছো তো....ঠিক আছো তো.....শত বাধা গলা টিপে ধরে...তোমাকে পার হয়ে গেলেই চোখের পাতা ভিজে উঠে...কত কি ই না হতে পারত!!