আজ দশ দিন, আর কোন যোগা যোগ হবে বলে মনে হয় না, ভালই হলো ,হাত দুটো চোখের তলায়.এটা ই বেশ হলো,নতুন করে শুরু সব,শাওনের ফোন,তুই দাড়া আমি আসছি, বলেই বেগ কাধে নীল খেত.দুই কাপ সাবার করে খুজে ফেরা একটু নিরবতা ,একটু বস আমি আসছি .।মেইল চেক করে,সাইবার ক্যাফেতে বসে দ্রুত মেসেন্ঝার ওপেন, সাথে সাথে মেইল বক্স.দুর দুর বুকে অপেক্ষা,না কিছু নেই,।থাকার কথা ও না, ভালো ই হলো,এর পর তো আর যোগাযোগ রাখার কথা না, সব তো বলেই দিল।।, হাত চলে যায় চোখে কোনায়।, আজ এতো তাড়া তাড়ি আপা,বৃতাকার হাসি দিয়ে বিল মিটিয়ে আবার চায়ের কাপ। টুক টাক কথার ঝড়, যুক্তি প্রতি যুক্তি, ক্লান্ত লাগছে খুব,মাঝে মাঝে ক্যাফেতে যেতে ইচ্ছে হচ্ছে.
জানি আজ ও এমনি বসে থাকবো,পত্রিকার পাতা উল্টাবো যান্ত্রিক অনুভবে,২০ টাকা ঘন্টায় পত্রিকা পড়া.এটা ই ভালো হলো,মেইল খুলতেই তোমার মেইল, কেমন আছি জানতে চেয়েছ,সদ্য স্নান সেরে উঠা রমনীর মতোই লাগছে, ভালবাসা বা ঘৃনা, বা বিরক্তি কিছু ই নেই, কিছুই ছিলনা কোন দিন , তাই মনে হয়।
কেন জানতে এলে.....।আমি ভাল নেই, তুমি ভাল থাক না কেন যেখানে থাকার কথা....।কেন ভাল থাকতে দাও না আমায়....।