ব্লগের অবস্থা করুন বলাই সঠিক...প্রথম পৃষ্ঠা খোলার পরই যা চোখে লাগে তা হলো উপরের দিকের কোনার ঐ ফাকা জায়গা টা। আস্তে আস্টে নীচের দিকে গেলে দেখা যায় একটা লেজ বের হয়েআছে ডানদিকে।
কালার কম্বিনেশ বাজে লাগছে খুব।ছড়ানো ছিটানো বাটন গুলো দেখলে একটা কথা মনে পড়ে....
আমার এক নানী প্রখর দৃষ্টির অধিকারী। মানুষের বা কোন জিনিসের খুত গুলো কোন ভাবেই তার চোখ এড়ায় না।সে একদিন এক নাতী কে তার মোটা সোটা এবরোথেবরো চেহারা নিয়ে বলছেন, খোদায় তোর উপর সুবিচার করে নাই, সমান গুরুত্ব দিয়া মানায় নাই।তোরে বানাইতে গিয়া টাইম কম পইড়া গেছিল , তাই হুকুম দিছে আরে ফেরেসতা কুল জলদি কর, এতো ফিনিসিং এর দরকার নাই মাটি ইটাল মার....এর ফল দেখছস, লাঙল দেয়া খেতের মতো।
ব্লগের অবস্তা সেই রকম, বিভিন্ণ আইকন গুলো আলাদা বাইয়া খালি ইটাইল দিয়া পেজে ফেলছে, যেইটা যেইখানে পড়ছে, ঐ খানে ই ফিট হইছে,কোন প্লানিং নাই....খাবলা খাবলা মাটির চাঙ্গ এর মতো ই লাগে দেখতে।