মছনবী শরীফের কাব্যানুবাদ-১
শাহাজাদা সৈয়দ আবদুল মোনয়েম
হে মানবাত্মা মন দিয়ে শোন বাঁশরীর সংলাপ;
প্রেমাস্পদের বিরহ ব্যাথায় নিয়ত করে বিলাপ।
বানাতে বাঁশরী বাঁশ বন হতে কাটিয়া আনিল যবে,
বিরহ ব্যাথায় মোর বেদনায় কাঁদে নর নারী সবে।
বিরহ ব্যাথায় দলিত মথিত বিদীর্ণ যে বুকখানি,
খুঁজিতেছি আমি শুনাইতে মোর বিরহ ব্যাথার বাণী।
আসল হইতে চ্যুত যেজন দূরে সরে চলে যায়,
বিরহ সাগর পাড়ি দিয়ে সে পুন মিলিবারে চায়।
বিরহের গীতি শুনাইয়েছি আমি কত সব মহাজনে,
শুনিয়াছে মোর বিরহের গাঁথা কত সব অভাজনে।
নিজের মনের মতন করিয়া কেহ কাছে টেনে নিল,
মোর হৃদয়ের আকুলি বিকুলি তারা খোঁজ না করিল।
আমার এ আমি দূরে নই কভু আমার বিলাপ হতে,
চোখে নাহি দেখে কানে নাহি শোনে পায় হৃদি-আর্শীতে।
রূহের আধার মানব দেহ রূহ হতে নহে ভিন,
অজানা অদেখা রূহ বিনে হয় এ দেহ মূল্যহীন।
(চলবে)
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬