গত রাতে বন্যহাতির আক্রমণে নিহত হয়েছে মো. সুরুজ ভান্ডারী (৬০)। রাঙ্গামাটির লংগদু উপজেলা একটি দুর্গম অঞ্চল।
এখানে নানা সমস্যার পাশাপাশি এলাকাবাসীর কাছে
বন্যহাতির আক্রমণ একটি জীবন মরন সমস্যা।
প্রতি বছর এখানে হাতির আক্রমণে হাজার হাজার মণ ধানসহ অন্যান্য ফসল নষ্ট হয়।
পাশাপাশি ঘর বাড়ি ভাংচুর করা তো খুব স্বাভাবিক ঘটনা।
প্রতি বছর হাতির আক্রমণে জীবন দিতে হয় অনেককে।
লংগদু উপজেলার গুলশাখালী, বগাছত্তর, ভাসাইন্যাদম এই তিনটি ইউনিয়নের জনগণ প্রায় সবসময়ই বন্যহাতির ত্যাচারে অতিষ্ঠ থাকে। এর মধ্যে গুলশাখালী ইউনিয়নবাসী আছে চরম অবস্থার মধ্যে।
এখানে এপর্যন্ত ৬০ জনের বেশী মানুষ নিহত হয়েছে।
সর্বশেষ গতকাল রাত ১০টায় নিহত হলো সুরুজ ভান্ডারী।
গুলশাখালীর উত্তর-রাজনগর গ্রামের অধিবাসী সুরুজ ভান্ডারী গত রাতে বাড়ি যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হয়ে মারা গেছেন।