এশিয়ার বিশ্বকাপ এশিয়া কাপ, ইউরুপের ইউরো, আফ্রিকার আফ্রিকান নেশন্স, উত্তর আমেরিকার কানফাক আর দক্ষিন আমেরিকার কোপা.. কিন্তু এসব গুলোর মধ্যে আমার মনে হয় সবচেয়ে জনপ্রিয় কোপা আমেরিকাই, আর কারো যাই মনে হোক আমার কাছে কোপা-ই। কারণ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুটি দল ব্রাজিন্টিনা এশিয়া কাপ, ইউরো, আফ্রিকান নেশন্স আর কানফাকে খেলেনা। ওরা কোপাতেই খেলে।
মেসি, নেইমার, সানচেজ, রবিনহো, ডি মারিয়া আর ওইলিয়ানের মত ছান্দিক ফুটবলাররা এখানে খেলবে। বিশ্বসেরা রাইটবেক ডানি আলভেস, সেন্টার বেক থিয়াগো সিলভা আর ডিফেন্সিভ মিডফিল্ডার মাসচেরানোও আছে। সব মিলিয়ে অসাধারণতায় অসাধারণ একটা টুর্নামেন্ট বলা যায়..
২০০২ সাল থেকে ফুটবল বুঝতে শিখেছিলাম, তখন থেকেই একধরনের ডাইহার্ড ব্রাজিল ফ্যান হয়ে গেছিলাম। তো বুঝতেই পারছেন এবারের কোপা আমেরিকায় আমি ব্রাজিলই সাপোট করছি। আর যেহেতু ফুটবলবাজ সেহেতু আশেপাশের আর্জেন্টিনা ফ্যানদের সাথেই আমার ঝামেলা লেগেই থাকে!
সময়টা যখন কোপা আমেরিকার তখন আর্জেন্টাইনদের গলার আওয়াজ স্বাভাবিক থেকে একটু বেশিই থাকবে এটাই স্বাভাবিক। ওরা যে কোপা আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন!
যখন কোন আর্জেন্টিনা ফ্যান ব্রাজিলের পাঁচবারের বিশ্বকাপের কথা শুনে তখনই তারা ইতিহাস ভুলে যায় আর গলা ফাটিয়ে বলে উঠে 'বর্তমান বল ইতিহাস ছাড়ো! ইতিহাস তখন তাদের কাছে মূল্যহীন। ২০০২ টা তাদের কাছে ইতিহাস, ২০০৫টা তদের কাছে ইতিহাস, ২০০৭ এর কোপা আমেরিকা ফাইনালটা তাদের কাছে ইতিহাস, ২০০৯ কনফেডারেশন কাপ আর সবশেষে ২০১৩ কনফেডারেশন কাপও ইতিহাস! সুতরাং ইতিহাস মূল্যহীন..
বুদ্ধিপ্রতিবন্ধির দল জানেনা তারা কবে শেষবার কোপা আমেরিকা বা কোন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল! তাদের কাছে ২০১৩ ইতিহাস, ১৯৯৩ বর্তমান!! তারা জানেনা ব্রাজিল ২০০৭ ও কোপা আমেরিকা জিতেছিল।
কেউ ওনাদের ইতিহাস আর বর্তমানের পার্থক্য চিনিয়ে দিন, ওরা সচক্ষে অন্ধ! :-)
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩০