আবার সেই দুর্ভাগ্য, আরেকটা সুবর্ণ সুযোগ দরজাই টুকা দিয়ে চলে গেল । যেন দরজার টুকার শব্দ শোনে দরজা খোলে দেখলাম সে চলে গেল..
প্রথমার্ধে যখন দুই গোলে পিছিয়ে ছিলাম তখন কল্পনাও করিনি দ্বিতীয়ার্ধে আবার খেলাই ফিরব। যা কল্পনাই আসেনি তাই যেন করে দেখাল মামুন, জামাল ভূঁইয়া, নাসির আর এমিলি ভাইয়েরা...
এক্সট্রা টাইম যে সব পন্ড করে দেবে সেটাও কল্পনাই আসেনি, এবার মালয়েশিয়ানরা আমার কল্পনাকেও হার মানিয়ে দিল, ছুড়ি ঢুকিয়া দিল মাঠের এগারজন ফুটবলার, স্টেডিয়ামে উপস্থিত ছাব্বিশ হাজার দর্শক আর টিভির সামনে বসা আমার মত কয়েক কুটি ফুটবল ফ্যানের বুকে..
-কিছু করার নেই ভুলে যাওয়া ছাড়া, ভুলে গিয়ে সামনে এগিয়ে যাবার চেষ্টা করা ছাড়া। সুন্দর ফুটবল উপহার দেয়ার জন্য মামুন ভাইদের ধন্যবাদ আর সান্তনা দেয়া ছাড়া...
অবশেষে টাইগারদের পাশেই আছি, পাশে থাকবই আজীবন...