============
টিয়া,
হৃদয়ের দ্বার খুলেছি তোমার তরে
স্বাগত তোমায়,
তুমি নূপুর পরা নগ্ন পায়ে
প্রবেশ করো।
ময়না,
তোমার নূপুরের নিক্কনে হৃদয় নাচুক
হৃদকম্প হোক,
কম্পনের ঝাটকা লাগুক সর্বাঙ্গে-
মোহিত-মৃদু স্পর্শে।
পাখি,
মায়া করে তুমি পদার্পন করো
হৃদয়ের গহীনে,
রক্তজবার লাল গালিচা মারিয়ে
প্রবেশ করো।
টিয়া-ময়না-পাখি,
তোমার ভালোবাসার শীতল স্পর্শে
স্থির করো তপ্ত হৃদয়,
তাবু গেঁড়ে বাস করো হৃদয়ে
স্বাগত হৃদয়ের দ্বারে।
- লেখা: ০২-০২-২০২৩
- ছবি সংগ্রহ: ছবিটি এখান থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৪