=========================
বিদ্যুতের দাম বাড়ছে-
বাড়বে-
বাড়তেই থাকবে-
পারলে ঠেকা।
তুই জনগন বলদ-বোকা
তোর ঘাড়েতে বন্দুক রেখে
করবো শিকার-
করবো মাস্তি-মজা
আমি বঙ্গ দেশের রঙ্গ রাজা।
তুই জনগন বলদ-বোকা
তোর নয়নে রঙীন স্বপ্ন
স্বচ্ছলতার ফালতু ফানুস
আহারে!
কী বোকারে! কী বোকা তুই!!
স্বপ্ন দেখিস নতুন ভোরের
উদরপূর্তি ভাত।
কি জানি কস-
"ভাত দে হারামজাদা,নইলে মানচিত্র খাবো"
খাইলে খা-
যা ভাগ-
আমার পেটে যে টাকার ক্ষুধা-
দেখস না!
তুই কি শালা মানুষ!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪০