ওপেন সোর্স-ভিত্তিক জনপ্রিয় মিডিয়া প্লেয়ার ভিডিওল্যান ক্লায়েন্টের (ভিএলসি) নতুন সংস্করণটি এখন ব্যবহারকারীদের নাগালে। ভিএলসি ২.০ সংস্করণটির কোড নাম ‘টুফ্লাওয়ার’। এই মিডিয়া প্লেয়ারটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএসসহ সব ধরনের অপারেটিং সিস্টেমই সমর্থন করবে।
মাল্টি-কোর প্রসেসর, গ্রাফিকস প্রসেসিং ইউনিট ও মোবাইল হার্ডওয়্যারসহ নতুন প্রযুক্তির বিভিন্ন হার্ডওয়্যার সমর্থন করবে এই ‘টুফ্লাওয়ার’ মিডিয়া প্লেয়ারটি। নতুন প্রযুক্তির হার্ডওয়্যার চালিত ডিভাইসে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই ভিডিও চালাতে সক্ষম এটি। হাই ডেফিনেশন (এইচডি) সুবিধা ও ১০ বিটের কোডসহ নতুন কোডও সমর্থন করবে টুফ্লাওয়ার। জানা গেছে, মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ মিডিয়া ভিডিও (ডব্লিউএমভি) প্রযুক্তির কোডেক থেকে ছবি, ব্লুরে ডিস্ক সমর্থন, ম্যাক ও ওয়েব ইন্টারফেস সমর্থন, উন্নতমানের সাব টাইটেলসহ ও নতুন ভিডিও ফিল্টার-ব্যবস্থা যোগ হয়েছে টুফ্লাওয়ারে।
ভিএলসির এ সংস্করণটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন
Advertisement আসলে Skip Ad বাটনে ক্লিক করুন।
VLC Two-Flower Download
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৪