সাধারনত যেসব বিচ দেখে আমরা অভ্যস্থ এই বিচটি তেমন না। এই বিচকে বলা হয় রেড বিচ বা লাল বিচ। বালি দিয়ে নয় বরং এই বিচটি পুরোপুরি সবুজাভ সামুদ্রিক আগাছাতে ভরপুর। তবে সেটা বছরের অন্যান্য সময় কিন্তু যদি শরতে যান সেখানে দেখবেন পুরো বিচটা লাল রঙা হয়ে গেছে। আর সেই জন্যই মূলত এর নাম লাল বিচ.
সমুদ্রসৈকতটির যেদিকেই তাকানো যায় কেবল লাল আর লাল। চীনের পানজিন রেড বিচে বালি দেখা যায় না। পুরো সৈকতজুড়ে এক ধরনের সমুদ্র শৈবাল চোখে পড়ে। এই সমুদ্র শৈবালকে বলা হয় সুয়েডা। এটা জন্মে মূলত এপ্রিল-মে মাসের দিকে। তবে গ্রীষ্ম পর্যন্ত থাকে সবুজ।
শরৎকাল এলেই বদলে যায় সৈকতের চেহারা। এটি রূপান্তরিত হয় কমলা রঙে। তারপর আস্তে আস্তে গোলাপি এবং লাল।
চীনের পানজিন রেড বিচ ভ্রমণের উপযুক্ত সময় সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। বিচের ছোট একটি অংশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এসময়।
২৬০রকমের পাখি আর ৩৯৯ জাতের বিভিন্ন প্রাণি বাস করে এই বিচে। এই রেড বিচকে বলা পৃথিবীর সবচেয়ে ভেজা ভূমির বিচ।
ফটোগুলো তুলেছেন –
Jia Mi
Liuhs
Douglas Du
Kirsten Wong
Qing
Tintori
তথ্য ও ছবি - ইন্টারনেট থেকে কয়েকজন ফটোগ্রাফারের নাম দেওয়া ছিল।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৪