আধুনিক সমাজে টাকনুর উপরে পোষাক পরলে মেয়েরা হয় স্মার্ট, অথচ টাকনুর উপরে পোষাক পরলে ছেলেরা হয় আনস্মার্ট। কিন্তু আমরা যদি ইসলামী দৃষ্টিকোণ দিয়ে তাকাই তবে সেক্ষেত্রে দেখব ছেলেদের পোষাক পরা উচিত টাকনুর উপর পর্যন্ত এবং মেয়েদের পোষাক পরা উচিত পায়ের গোড়ালি পর্যন্ত। কিন্তু তথাকথিত আধুনিকতা আমাদের ইসলামী জীবনধারা থেকে সরিয়ে শয়তানী জীবনধারার দিকে নিয়ে চলছে।
আজকাল ছেলেরা পেন্ট এমনভাবে পরে যেন সিটি কর্পোরেশন তাদের রাস্তা পরিষ্কার করার দায়িত্বে নিয়োজিত রেখেছে, আর মেয়েরা রাস্তার ময়লা যেন তাদের পোষাকে না লাগে সে জন্য পোষাক ছোট করতে করতে নিয়ে এসেছে হাটু পর্যন্ত। অবশ্য শুশিল সমাজ বলবে আমরা সভ্য ও উন্নত দেশের তালিকায় নাম লেখাচ্ছি। কারণ যে দেশের মেয়েদের পোষাক যত ছোট সে দেশ তত উন্নত।
মূল কথায় আসি, মেয়েরা যদি ফ্যাশনের নামে লজ্জ্বার মুখে চুনকালি মেখে পোষাক কেটে টাকনুর উপর নিয়ে আসতে পারে তাহলে আমরা ছেলেরা ইসলামী সংস্কৃতি মেনে টাকনুর উপর পোষাক পরতে লজ্জ্বা কিসের? আমাদের কাছে কোনটা বড় এক আল্লাহ্'র সন্তুষ্টি নাকি লৌকিকতার লজ্জ্বা?
আসুন কয়েকটি হাদিছ পড়িঃ
১. রাসূল (সাঃ) বলেন- "গোড়ালির নীচে যে কাপড় পড়া হবে তা জাহান্নামে যাবে।" (বুখারী)
২. রাসূল (সাঃ) বলেন- "কিয়ামতের দিন আল্লাহ তা'আলা ঐ ব্যাক্তির দিকে লক্ষ্য করবেন না যে ব্যাক্তি নিজের কাপড়কে অহংকারের কারণে টানবে ও লম্বা করবে।" (মুসলিম ও বুখারী)
৩. রাসূল (সাঃ) বলেন- তিন ব্যাক্তির প্রতি আল্লাহ তা'আল্লা লক্ষ্য করবেন না, তাদের সংগে কথা বলবেন না এবং তাদের পরিষ্কার করবেন না, আর তাদের জন্য রয়েছে কঠোর সাস্তি। যে ব্যাক্তি গিঠের নিচে পোষাক পরিধান করে, যে ব্যাক্তি উপকার করে খোঁটা দেয় এবং যে ব্যক্তি নিজের মাল বিক্রির জন্য মিথ্যা কসম খায়।
৪. আয়িশা (রাঃ) একবার রাসূল (সাঃ) এর কাছে জানতে চাইলেন, "মেয়েরা নিজেদের কাপড়কে কতটুকু নিচের দিকে ঝুলিয়ে দিবে?" জবাবে রাসূল (সাঃ) বলেন, "তারা স্বীয় পদতালুর সামনে অর্থাৎ গোড়ালীর নিচের রেখে কাপড় পরবে।"
আয়িশা (রাঃ) পুনরায় প্রশ্ন করলেন, " যখন তারা লম্বা কদমে হাটবে (তখন কাপড়তো উঠে যাবে, সে সময় কি করবে?) উত্তরে রাসূল (সাঃ) বলেন, "তারা কখনো এক হাতের বেশী লম্বা কদমে হাটবে না" (মুসলিম ও বুখারী)
তাই বন্ধুরা চলুন শয়তানী জীবনধারায় না চলে ইসলামী জীবনধারায় নিজেকে সাজানোর চেষ্টার করি। শুধু নামাজের সময় নয় সবসময়ই ছেলেরা পোষাক টাকনুর উপরে এবং মেয়েরা পোষাক পায়ের গোড়ালি পর্যন্ত পরতে চেষ্টা করি। কে কি বলল এসব কথায় কান না দিয়ে আল্লাহ্'র সন্তুষ্টির দিকে এগিয়ে চলি। আমাদের বিশ্বাস রাখা উচিত যে আল্লাহ্'র সন্তুষ্টিই বান্দার জন্য কল্যাণ বয়ে আনে।
পোষাক মানুষকে স্মার্ট বানায় না, মানুষকে স্মার্ট বানায় তার জ্ঞান ও তার কর্ম।