ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক লাইব্রেরীর অডিটোরিয়ামে গিয়ে আমার দেখা একমাত্র ছবি- মাটির ময়না। আর সেদিনই প্রথম একজন মাটির মানুষ- তারেক মাসুদ কে সামনে থেকে দেখলাম এবং তাঁর সম্পর্কে জানলাম। ছবি শুরুর আগে তিনি কিছু কথাও বলেছিলেন। এরপর থেকেই তিনি আমার প্রিয় ব্যাক্তিদের মধ্যে একজন। যদিও ছোটোবেলায় মুক্তির গান দেখেছিলাম বিটিভিতে। তখন ওইভাবে কিছু বুঝতেও শিখিনি।
এখন যে গানটির কথা বলছি তা মাটির ময়না ছবিরই একটি গান। একটি গ্রামে বটগাছের নিচে দুই জন বাউল শিল্পী গানে গানে তর্ক করছেন। গানের বিষয় ধর্ম এবং দর্শন। এমন দৃশ্য আমাদের গ্রাম বাংলায় হয়ত এখনও দেখা যায়। এই গানটা শোনার পর থেকে আমার ভিতোরে কেমন যেন একটা বাতাস বয়ে গেলো। এরপর আমি গানটি সংগ্রহ করেছি এবং বহুবার শুনেছি… এখনও শুনি। গানটির প্রতিটি লাইন আমাকে ভাবায়, মানবতা ও মনুষ্যত্ব নিয়ে চিন্তা করতে শেখায়। জানিনা আপনাদের গানটি কেমন লেগেছে। গানটির কথাগুলো তুলে দিলাম সাথে ভিডিও লিংক…
নারীঃ যদি বেহেশতে যাইতে চাওগো অন্তরে রাইখো আল্লার ডর।
পুরুষঃ যদি আল্লার সন্ধান চাওগো প্রেম রাখিও অন্তরের ভিতর।
নারীঃ আমি আপনার মেয়ের বয়সি, শরিয়তের হইয়া।
মারিফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া।
বেয়াদবি নিবেননা দেইখা আমার ভান।
হাদিস কুরয়ান মানেননা কেমন মুসলমান।
মোল্লা মুন্সী খেপা কেন আপনাদের উপরগো??
অন্তরে রাইখো আল্লার ডর……
পুরুষঃ কুরআন হাদীস বুঝতে কিছু জ্ঞাণের প্রয়োজন।
দুই পাতা ছিপারা পইড়া বুঝবে কী মদন।
নিজেরাই বোঝেনা অন্যরে বোঝায়।
সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠ মোল্লারা খায়।
বেহেশতের লোভ করিনা হায় নাই দোজোগের ডরগো
প্রেম রাখিও অন্তরের ভিতর……
নারীঃ ফকিরেরা জিকির করে নামাজ ফাকি দিয়া।
রোজার দিনে গাঁজা টানে ধ্যানেরই নাম নিয়া।
হজ্জ যাকাত করেননা না হয় নিলাম মানি।
কি প্রব্লেম করছে আপনার বলেন কুরবানি???
রক্ত দেখলে কাপঁবে কেন মুসলিমের অন্তরগো
অন্তরে রাইখো আল্লার ডর……
পুরুষঃ কুরবানি করিতে হুকুম প্রাণপ্রিয় ধণ।
গরু ছাগল হইলো কি তোর এতই প্রিয়জন।
নিজের থেকে প্রিয় বস্তু আর যে কিছুই নাই।
আত্নত্যাগই আসল কুরবান যেনে নিও ভাই।
দশের প্রিয় ছয়টি রিপু পারলে দমন করগো
প্রেম রাখিও অন্তরের ভিতর……
নারীঃ ছেড়ি নিয়া বেড়ান ঘুরি নিকাহ না করিয়া।
এক সাথে নাচেন গান বেপর্দা হইয়া।
পুরুষ পোলার জন্য বাহির নারীর জন্য ঘরগো
অন্তরে রাইখো আল্লার ডর……
পুরুষঃ মাইয়া হইলো আদি বস্তু সৃষ্টি যারে দিয়া।
ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া।
মাইয়া হয় প্রেমের ভান্ড মাইয়া হয় মা।
মাইয়া না হইলে ভবে আমরা আসতামনা।
কোরাসঃ সৃষ্টি করতে দুটোই লাগে নারী এবং নরগো
প্রেম রাখিও অন্তরের ভিতর……
যদি আল্লার সন্ধান চাওগো
প্রেম রাখিও অন্তরের ভিতর……
লিংকঃ যদি বেহেশতে যাইতে চাও...
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৩৮