সেদিন কলেজে বাংলা ক্লাসে প্রক্সি দিতে গিয়েছিলাম। নাহ, কারো প্রেজেন্ট দিতে নয়। বাংলা ম্যাডাম আসেনি তাই উনার ক্লাসটা নিতে গিয়েছিলাম। সেটা ছিলো বিজ্ঞান শাখার একটি ক্লাস। আমি পড়াই কম্পিউটার শিক্ষা। তাই, বাংলা ক্লাসে স্টুডেন্টদের তাদের জীবনের লক্ষ্য বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে লিখতে বললাম। সময় দিলাম ১৫ মিনিট। আমাকে অবাক করে দিয়ে ওরা ১৫ মিনিটের মধ্যে খুব সুন্দর করে লিখে ফেললো। তারপর তাদেরকে দিয়েই তাদের লেখাগুলো পড়ালাম। সবাই বিজ্ঞানের স্টুডেন্টতো তাই অধিকাংশের ইচ্ছা ছিলো বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করবে। কয়েকজন অধিক প্রতিভাবানও তাদের মধ্যে ছিলো। তাদের ভবিষ্যৎ পরিকল্পনাই আপনাদের সাথে শেয়ার করলাম।
এদের একজন লিখেছিলো- “আমি এইসএসসি পাস করে অনার্স করব, তারপর মাস্টার্স করব, তারপর ভালো একটা চাকরী পেলে বিয়ে করব। তারপর আমার একটা মেয়ে হবে। মেয়ের নাম রাখব সুরাইয়া তাবাসসুম। তারপর মেয়েকে মানুষ করব, তাকে লেখাপড়া শেখাবো এবং বড় হলে মেয়ের পছন্দের ছেলের সাথে বিয়ে দেবো।” শুনে আমিই অবাক হলাম কি গোছানো তার পরিকল্পনা!!! এখনি এতদুর!!!
আরেক ছাত্রের পরিকল্পনা এরকম- “আমি বড় হয়ে ডিজিএফআই হব। তারপর পাঁচটি খুন করব।” খুব আতংকিত হয়ে তাকে জিজ্ঞেস করলাম – তুমি কাদের খুন করতে চাও। সে জানালো – বাংলাদেশের শীর্ষ ৫ জন দূর্নীতিবাজদের। শুনে একটু আশ্বস্ত হলাম। কী মহৎ পরিকল্পনা!!! (আমি নিশ্চিত বাংলা সিনেমা দেখে দেখে ওর মাথা পুরাই গেছে)।
আরেক মহৎ ছাত্র, সে লিখেছে- “আমি পুলিশের এসপি হব। তারপর বাংলাদেশের সবগুলো চোর ডাকাতদের ধরে জেলে ভরব।” শুনে খুব খুশি হয়েছিলাম।
সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম যখন আরেকজন শুনালো তার পরিকল্পনা- “আমি বড় হয়ে আন্ডারওয়ার্ল্ডের ডন হব এবং দেশের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করব।”
মজার ব্যাপার হল এই পুলিশের এসপি আর আন্ডারওয়ার্ল্ডের ডন পাশাপাশি বসেছে এবং ওরা খুব ভালো বন্ধু। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বললাম- তোমরা বড় হলে দেশের অবস্থা যে কি হবে তা এখনি টের পাচ্ছি…