অম্বল ঠাকুর সাগরের চেয়ে পাহাড় ভাল
সুযোগ থাকলে পাহাড়ে ঘুরে আসবেন
বাঁচতে চাই পাহাড়ের মতো মাথা উঁচু করে
মরেও থাকতে চাই পাহাড়ের চুড়ায়।
আছড়ে পড়া ঢেউয়ে পা ভিজানো, কিংবা
সন্ধ্যায় ভাটার টানের ভয়ে পালানো
শরৎ এর শ্রীকান্তের মতো কেন জানি বাধে
মরতে রাজী, রাজী নয় যেতে ডুবে অতলে।
সাগর কাউকে বুকে রাখতে পারেনা
সাগর কাউকে উপরে তুলতে পারেনা
জলযান ছাড়া সাগরের বুকে শুয়ে
বিশাল আকাশ রাতের তারা দেখা যায় না।
সাগরে ভেসে থাকা যায় ঠিকানা পাওয়া যায় না
সাগর অপূর্ব সবুজে ঘেরা পৃথিবী দেখাতে পারেনা
সাগর অঞ্জলী ভরে অমিয় পানি পান করাতে পারেনা
সাগর মানে পানি আর পানি তবু এক শুন্যতা।
সাগর মানে অব্যক্ত ক্রন্দনের গর্জন
সাগর মানে চেপে থাকা এক দীর্ঘশ্বাস
সাগরের দিগন্ত সাগরই
সাগর মানে দৃষ্টির হাহাকার ।
পরিশেষেঃ প্রিয় অম্বল ঠাকুর ভাই আপনার কক্সবাজার ভ্রমন আনন্দদায়ক হোক। লাখো কোটি মানুষের ভালো লাগার বিপক্ষে এই আমার প্রলাপ মাত্র।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩১