কামরাঙ্গা ফুল লাল হয়েছে আলতা মেখে পায়ে
জৈষ্ঠ মাসের পরের মাসে তোমার আমার বিয়ে
কলমি ফুল আর দুধ ফুল পথের দুই ধার দিয়ে
সেই পথ ধরে মুধুচন্দ্রিমায় যাবো রাতারগুলে
কুমড়া ফুল কচুর ফুল আর কচুর লতা দিয়ে
ভোজ করবো বিলের পাশে কৃষাণ বাড়ি গিয়ে
হাতে বেলী মাথায় জবা সাজিয়ে দিবো চুলে
ঘুরতে যাবো কলার বেলায় শাপলা ফুলের বিলে
আকাশ ভরা তারা যেন খালে কুচুরিপানার ফুল
তোমার সাথেই করবো আমি বর্ষায় ভেজার ভুল
আলতো করে ছোব আমি তোমার মুখ তুলতুল
তোমার হাতেই তুলে দিব বর্ষার প্রথম কদম ফুল
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ দুপুর ২:১৪