কলঙ্কের ঢালি মাথায় করিয়া
সুকুঞ্চিত কেশে রাই বাধিঁয়া
ঘন নিশিতে ভয়ে কাপিঁতে কাপিঁতে
ছূটে এলে ক্ষণিকের অভিসারে।
বুলবুল আমি করিয়া স্বাগত
মৌ মৌ সৌরভে উনমত
উঠায়ে মুখ হইতে নত
চুমুতে ভিজাই করিয়া আলতো।
সেই দেখাই প্রথম সেই দেখাই শেষ
তবু প্রেম অটুট থামেনি তার রেশ
নিষ্পাপ প্রেমের সেই ক্ষণ খন
রক্তাক্ত হৃদয় অবিরাম রক্তক্ষরণ।
জীবন নাট্য চরিত্র অঙ্কি হাসিয়া
নয়ন অ্শ্রু রাখিয়াছি লুকাইয়া
শুধু হৃদয়ের ক্ষত রহিয়াছে অক্ষত
বাচিঁয়া আছি দুজনাই হইয়াও মৃত।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৮