দাঁড়িয়ে আছে সম্মুখে অনন্ত দিন; নিশ্চিন্ত
কে দিয়েছে কথা, কোন কালে, কি দলীলে; প্রশ্নমালা
হাওয়া বয়ে যায়, সময় কেটে যায়; অনুভবে
জোয়ার ফিরে আসে, ফেরানো যায় নদীর স্রোতও; আশার বাণী
সময় চলে না পেছনে সম্মুখ বিনা; নিয়তি
সাথে নিয়ে চলে সবকিছু পরিমণ্ডলে; রহস্য
ধুনো তুলোর মত উড়ো উড়ো মেঘ; আকাশের সুন্দর
সহসা ঘনীভূত হয় কালো পাহাড়; ভালোমন্দ সংকেত
তৃষ্ণা মেটায় অথবা ভাসায় প্রবল বানে; পাওনা
এভাবেই হাঁটে জগতের পরিক্রমা সময়ের পথে; নিয়ম
চলতে চলতে পথে ক্লান্ত পথিক জিরোয় খানিক; সফর
র'চে না প্রাসাদ সে গাছের তলায় কখনো; বুদ্ধিমান
এই তো কিছুক্ষণ, তারপর শুরু নতুন সফর; চলমান
কি হবে সাজিয়ে আয়োজন প্রয়োজন যেথা নগন্য; বিবেকবান
ঐ তো দূরে পথের হাতছানি চলো মুসাফির; অনন্ত
চলো মঞ্জিল পানে, পৌঁছাতে হবে নিরাপদে; জান্নাত
সাথে নিয়ে সঞ্চয়, চাবি ও প্রবেশ পত্র; সৎকর্ম
তবু কেন পথেই পড়ে থাকো হে পথিক; ভোলামন
পথেই গড়ো তোমার অনন্ত; বোকামন
ঐ সম্মুখে নেই দাঁড়িয়ে অনন্ত দিন; চিন্তার বিষয়
আছে এক অজানা সময়; জ্ঞানের ফসল
জানো না কখনো তা শেষ হবে; অজ্ঞ
জানো না কখন ফুরাবে তোমার পথ; অসহায়
-৯ আগষ্ট ২০১১
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।