আরো পড়ুন: www.fazleelahi.com ও বিসর্গ ব্লগ
নিস্পৃহ দিনগুলোকে বলি: বন্ধুরা!
সাথ দিয়ে চলতে থাক
একদিন পথের বুক চিরে জীবনের স্পৃহা বেরিয়ে আসবেই।
আমি না হয় নিজের ভাবনা তুলে রাখলাম শিকেয়
কবিতার খাতাটা প্লাষ্টিকের ঠোঙ্গায় পেঁচিয়ে কিছুটা যত্নে
কলমটা পুরে দিলাম মুখাগ্রের টুপিতে
স্রষ্টার বেঁধে দেয়া সময়; দিনগুলি আমার একান্ত
তোমাদের যে চলতেই হবে
স্থিরতায় নিস্পন্দিত হয়ে যাবো আমি; চিরতরে!
অনেক আবদার এ জীবনের; তোমাদের সমীপে
'সময়টা কেন ভাল আসে না?'
জানি, ভাল মন্দের কলকাঠি কিছুই নেই তোমাদের হাতে
তবু প্রচেষ্টার প্রতিযোগিতায় যখনি পিছিয়ে যাই;
হেরে যাই
নিঃশেষ হবার বাসনা তখনি শুধু জেগে উঠে আহত সত্তায়
দোষগুলো তুলে দেই সময়ের পিঠে;
ফুরফুরে হাওয়ার সাথে সখ্যতার কি প্রবল আকাংখা জাগে তখন।
চাবিকাঠি নেই সীমানায় তবে সাধ্যতে আছে কত কিছু
সময়ের দেয়ালে পারি রঙ লাগাতে, সেঁটে দিতে পোষ্টার
ইচ্ছেমত লিখে, আঁকতে পারি আজন্ম লালিত স্বপ্নগুলো
ফেলে রাখতে পারি হেলার পট-এর মত; অচিত্রিত
ফেলতে পারি ভেঙ্গে খান খান করে আঘাতে আঘাতে,
কখনো কখনো বিধাতা আমার ভাগ্য আমাকেই লিখতে দেন।
তারপরও অঙ্কুর থেক পূর্ণতা এবং ঝরে পড়ার দিনগুলোতে
তোমরাই পাশাপাশি, সাথী, বন্ধু ও প্রিয়জন
তৃষ্ণ হই এ সবুজ গ্রহের পানির পিপাসায়
বিতৃষ্ণ হই পানিরূপ বিষ পানে, তিক্ত দর্শনে, মর্মভেদী শ্রবণে
স্বাদাকাংখিত জীবনের বিস্বাদ পাঁচনে।
কলমের মতই শিরোর্ধ্ব টুপিতে তখন ঢেকে নেই দু'চোখ
রুমাল গুঁজে ঢেকে দেই দু'কানের পর্দা
সহ্য করে যাই অনুভবগুলো ভোঁতা করে ফেলে
কেবল পারিনা চেপে ধরতে নাকের দু'টি প্রবাহ
কারণ, 'প্রবাহ'র সাথে 'সময়'এর সখ্যতা নিদারুন স্বল্প-
সাধারণত: জীবন কাল
মাত্র এক মিনিট!
১৮ এপ্রিল ২০১০
মদীনা মুনাওয়ারা, সউদি আরব।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৯