অনুভূতি সেই আর আগের মত নেই। একটু আগেই হাসি, তামাশা হই হুল্লোড়ে ভীষণ একটা মাতোয়ারা ছিলাম। সব কিছু কেমন জানি গতির উল্টো চলতে লাগলো। উল্টো পথে চলতে চলতে জীবনের সঠিক পথই হারিয়ে ফেলেছি। সবচেয়ে খারাপ অনুভূতি হল সবকিছুর বাহ্যিক উপস্থিতির পরও নিজেকে সমুদ্রের মত বিশালাকায় অপূর্ণ মনে হচ্ছে, সমুদ্রের মত একাকীত্বটা নিজেকে গ্রাস করে আছে।
স্মৃতির আনাগোনা নিজেকে স্তব্ধ করে দিচ্ছে, স্মৃতি গুলো নিজেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে হাজার অতীতের মাঝে। কতশত রঙ্গিন মুহূর্ত ভেসে উঠছে চোখের কোনে, মুহূর্তেই অশ্রু গড়িয়ে পড়ে, এ অশ্রু অন্তত ঝরতে থাকে হয়তো ব্যারোমিটারও জানেনা এর পরিমাপ। কেউই জানেনা এক ফোটা অশ্রুতে কত অণু!
জীবনে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি সব কিছুকে চাইলেই নিজের মত ব্যাখ্যা করতে পারিনা। তেমনি আমার সারাদিনের এক চিলতে হাসির মাঝে কত প্রচ্ছন্ন অন্তরায় লুকিয়ে থাকে কেউ হিসাব কষে না। বাহিরে থেকে সবাই ভাবে - মনে কতই না সুখ! সময় বদলে যায় অপর পাশে কেউ থাকেনা। গতকাল যা ছিল আজ তা অতীত, আজ যার অস্তিত্ব বিদ্যমান কাল তা অতীত। মুহূর্তেই পাল্টে যাচ্ছে জীবনের রঙ।
জীবনের হিসেব মেলাতে বড্ড অসুবিধে হচ্ছে, তবুও মেনে নিতে হয়, হচ্ছে, হবে – এটাই চিরন্তন সত্য। ভাল থাকুক আমার প্রিয় থেকে প্রিয়জনরা, আমি না হয় আজ একটু খারাপই রইলাম। এই খারাপের মাঝেই জীবনের পাওয়া – চাওয়ার সামঞ্জস্য বিদ্যমান... ভাল থেকে, অনেক ভাল।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০