“আসুস জেনোফোন ফাইভ” ২জিবি র্যাম ১৬জিবি ইন্টারনাল মেমোরি, ৮মেগাপিক্সেল রিয়ার ও ২মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এন্ড্রয়েড কিটক্যাট দেখে হয়তো আপনার লোভ হচ্ছে! সেট হাতে নেওয়ার পর বা কারো কাছে দেখে ইচ্ছে হচ্ছে আজই কিনবেন! কিন্তু কথায় আছেনা চকচক করলে সোনা হয়না।
গতকাল ১২৮০০ টাকা দিয়ে বসুন্ধরা সিটি থেকে কিনে খুশি মনে বাসায় আসলাম। এবং ৩০০+৩০০টাকা দিয়ে কভার আর গ্লাস প্রটেক্টর কিনে নিলাম। বাসায় এনে চার্জ দিয়ে দেখি মাশাআল্লাহ মোবাইল দিয়ে অনায়াসে কাপড় আয়রন করা যাবে। ভাবলাম চার্জে দিয়েছি তাই হয়তো গরম হল। এরপর খেয়াল করলাম প্রতি ১০ মিনিটে ৬% চার্জ কমে যাচ্ছে, মনে হচ্ছে বানের পানি উপকূল ভেসে যাচ্ছে। কল রিসিভ করলে সব ঠিক থাকে যদি নেট কানেশন দেন মোবাইল গরম হয়ে যাবে। ভিডিও ৩ মিনিট চালাইতে গেলে দেখা যাচ্ছে মোবাইলের জ্বর ১০৮ ডিগ্রী হয়ে যায়।
শর্টকাট ভাবে এর প্রবলেম গুলো হলঃ
১। মোবাইলে নেট কানেক্ট দিলে সেট অতিরিক্ত গরম হয়।
২। ভিডিও চললেও সেট গরম হয়ে যায়।
৩। টানা ৩ঘণ্টা ইউস করলে চার্জ শেষ হয়ে যায়।
৪। ডিসপ্লে ব্রাইটনেস খুব নিম্ন মানের।
৫। বাংলাদেশ কোন ওয়ারেন্টি নাই কারণ বাংলাদেশে আসুসের ডিলার গ্লোবাল ব্র্যান্ড জেনোফোন বিক্রয় করেনা, সার্ভিস ওয়ারেন্টির নামে দোকানদাররা ধোঁকা দেয়।
আমার মতে চার্জ ও নরমাল ব্যবহারের দিক দিয়ে সেরা ব্রান্ড “সনি”। সনি সেট ব্যবহার করে চার্জের যে সুবিধা পাবেন তা অন্য কোন সেটে পাবেন না।
আসুসের এই পণ্যটা গুলিস্তানের পুরাতন মোবাইল মার্কেট থেকে কিনে নেওয়া মোবাইল থেকে খারাপ, প্লিজ কেউ ASUS Zenofone 5 কিনে ধোঁকা খাবেন না।
আর সবার কাছে অনুরোধ কোন মোবাইল ব্যবহার করে বাংলায় একটা রিভিউ লিখে ব্লগে পোস্ট করবেন, কারণ এতে সাধারণ মানুষ ধোঁকা খাওয়া থেকে বেঁচে যাবে।