সাংবাদিক সাগর-রুনীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সংগঠনসমূহের ডাকা আগামী ১১, ১৬ ও ২৬ সেপ্টেম্বরের কর্মসূচির ওপর ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।
প্রসঙ্গত, উল্লেখিত দিনগুলোতে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের
পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে।
আদালত সূত্র বাংলানিউজকে জানায়, সোমবার বেলা ১১টার দিকে ঢাকার ১ম যুগ্ন জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম সহ মোট ৫৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে। অন্যদের মধ্যে আছে ১নং বিবাদী জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমিন গাজী, ওমর ফারুক, শাবান মাহমুদ, শাখাওয়াত হোসেন বাদশা, আবু শহীদ, বাকির হোসেন এবং কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, সকালের খবর, আমার দেশ, ডেসটিনি, আমাদের সময়, ডেইলি স্টার, ইনকিলাব, ইত্তেফাক, যায়যায়দিন, জনকণ্ঠ, বণিকবার্তা, দিনকাল, ভোরের কাগজ, সমকাল, সংবাদ, নিউজ টুডে, নিউ নেশন, নিউ এজ, ফিনান্সিয়াল এক্সপ্রেস, নয়া দিগন্ত, করতোয়া, প্রথম আলো, যুগান্তর, সংগ্রাম, ইন্ডিপিন্ডেন্ট, বিডিনিউজ২৪.কম, চ্যানেল আই, বৈশাখী, দেশটিভি, জিটিভি, একাত্তর টেলিভিশন, এনটিভি, আরটিভি, দিগন্ত, ইটিভি, সময়টিভি, মাছরাঙা, বাংলাভিশন, মোহনা, মাইটিভি, চ্যানেলটোয়েন্টিফোর, রেডিও টুডে, এবিসি, রেডিও ফূর্তি।
ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতে সাংবাদিক নেতৃবৃন্দসহ ৫৯ জনকে বিবাদী করে দায়ের করা মামরায় মাহফুজুর রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিকুল ইসলাম ভূঁইয়া।
সংশ্লিষ্ট আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া শুনানি শেষে আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন।
সূত্র এখানে