আর কত গরীবের রক্ত চুষে খেলে এন জি ও গুলোর পেট ভরবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মাথা নীচু, দু’হাত মুষ্ঠিবদ্ধ করে আমগাছে ঝুলছেন যে মানুষটি তিনি কোন রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংক থেকে হাজার কোটি টাকার ঋণ খেলাপি না, তিনি কালো টাকার মালিক ছিলেন না, কোটি কোটি টাকার ট্যাক্স ফাকি দেন নাই, ওভার বা আন্ডার ইনভয়েসিং করেন নাই। এইসব করেন নাই বলেই হয়তো তিনি আমগাছে ঝুলছেন। কয়েক হাজার টাকার ক্ষুদ্র ঋণ না নিয়ে তিনি যদি কায়েক হাজার কোটি টাকার বৃহৎ ঋণ নিতে পারতেন তবে তাকে দুটি এনজিও থেকে সপ্তাহে সপ্তাহে ১হাজার ১২৫ টাকার কিস্তি দেয়ার চাপের মুখে পড়তে হতো না, নিরুপায় হয়ে গতকাল ভোরে তাকে আত্মহত্যাও করতে হতো না।
ক্ষদ্র নামক উন্নয়ণ ব্যাবসায়ী এনজিও দ্বীপ একবার ১৫ হাজার ২০০ এবং পরে এনজিও আশা ২৩ হাজার টাকা ক্ষুদ্র ঋণ দেয় দিনমজুর আবুল হাশেম মিজি(৪৫)র স্ত্রী’র নামে যার সাপ্তাহিক কিস্তি দাড়ায় যথাক্রমে ৪৫০ ও ৬৭৫ টাকা অর্থাৎ সর্বমোট ১১২৫ টাকা। একজন দিনমজুরের পক্ষে এই ক্ষুদ্র ঋণের টাকা এমন কোন খাতে বিনিয়োগ করা সম্ভব যেখান থেকে এমন লাভ হবে যে সপ্তাহে সপ্তাহে ১১২৫ টাকা কিস্তি দিতে পারবেন? শুধু দিনমজুর বলে কথা না, বাংলাদেশে এমন কোন বৈধ ব্যাবসা খাত আছে যেখানে ১৫ হাজার(কিংবা ২৩ হাজার) টাকা বিনিয়োগ করে সংসারের খরচ সামাল দেয়ার পরও একেবারে প্রথম সপ্তাহ থেকেই নিয়মিত সপ্তাহে ৪৫০ টাকা(কিংবা ৬৭৫ ) কিস্তি দেয়া সম্ভব? রাষ্ট্রায়ত্ব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ যারা নেন তারা কি প্রথম সপ্তাহ থেকেই ঋণের কিস্তি দেন? ৫০০ কোটি টাকা ঋণ করে নিয়ে তারা কি প্রথম সপ্তাহ থেকেই ১১ কোটি টাকা (সুদের হার মাত্র ১৫%) শোধ করতে পারবেন? যদি বৃহৎ ঋণ খেলাপিদের কাছ থেকে ক্ষুদ্র ঋণের মতো নির্মম হারে সাপ্তাহিক কিস্তি আদায় শুরু হয় তাহলে দেশের কয়টা আমগাছে(কিংবা সিলিং ফ্যানে) কয়জন ঋণ খেলাপি ঝুলবেন?
ক্ষদ্র ঋণের কিস্তি শোধ করতে না পেরে আত্মহত্যার ঘটনা নিয়মিত খবর। টাঙ্গাইলের ঘাটাইলের দিনমজুর সামাদ, বরিশালের গৌরনদীর কিশোর ভ্যানচালক জসিম, ঝালকাঠির কাঠালিয়ার দিনমজুর আবদুস সালাম কিংবা টাঙ্গাইলের রসুল পুরের হাসনা বেগমের মতো প্রান্তিক মানুষদের এই নিয়মিত আত্মহত্যা দারিদ্র বিমোচন কি করছে জানি না তবে দরিদ্র মানুষের সংখ্যা নিশ্চয়ই কমাচ্ছে- দরিদ্র মানুষ লাশ হলে নিশ্চয়ই দরিদ্রের সংখ্যা কমে!
কৃষি ও শিল্পের বিকাশ ঘটিয়ে কর্ম সংস্থানের ব্যাবস্থা করার বদলে উল্টো ক্ষুদ্র ঋণ ধরিয়ে দিয়ে বাজারের অনিশ্চিয়তার হাতে ছেড়ে এভাবে ক্ষুদ্র কৃষক, ভূমিহীন দিনমজুরদের যখন আত্মহত্যার দিকে ঠেলে দেয়া হয় তখন সেটা আর আত্মহত্যা থাকে না, এটা সিস্টেমিক মার্ডার। আমরা এই হত্যার বিচার চাই, এই সিস্টেমিক মার্ডারের অবসান চাই ।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন