পুনঃপ্রচারিত মধ্যাকর্ষণ
ফকির ইলিয়াস
===================================
স্বাগতিক সন্ধ্যা যখন আমাদের অভ্যর্থনা জানাতে এলো,
তখন পৃথিবী জুড়ে নেমেছে নীল রঙের আভা।কথা ছিল-
লালের ডুবদৃশ্য দেখে আমরা চিনে নেবো একে অপরের মুখ।
সনাতনী সমুদ্রের ঘ্রাণ-
সমৃদ্ধ করেছিল যে পাখিজোড়ার চোখ,
তাদের দিকে তাকিয়ে আমরা শিখে নেবো ভালোবাসার প্রতিপাঠ।
সূর্যাস্ত আমাদের সহায় হয়নি।
এতোদিন আমাদের পায়ে পায়ে লিপিবদ্ধ হয়েছিল যে পথ-
সেই পথও শিখায়'নি গন্তব্যের রহস্যগ্রহ।
তাই কাছাকাছি এসেও ধরতে পারিনি একে অপরের হাত।
ঢেউয়ের সাক্ষাত-
পেয়ে সূর্য ডুবে গেছে ঠিকই।
আমরা ডুবতে পারিনি,
পুনঃপ্রচারিত মধ্যাকর্ষণের ছায়াচিত্র দেখে দেখে।
@
ছবি- সুজান জনসন বল্টার
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭