[ সমাজ ধ্বংস হয় না অসৎলোকদের অপরাধকর্মে বরং সমাজ ধ্বংস হয় সৎলোকদের নিষ্ক্রিয়তার ফলে]
দেখে মন ভরে গেরে যে এদেশে এখনো এই চিন্তার ইস্টিকার পাওযা যায়?!
লোভী ও পশু মানুষেরা তো ইতিহাসের সবখানেই তারা সক্রিয়ভাবে তাদের দায়িত্ব পালন করে এসেছে এবং করছেও । কিন্তু কথা হল যেসব মানুষেরা সৎলোকদের পোশাক পরে আছেন তাদের ভুমিকা কোথায় ? তারা কেন নিষ্ক্রিয় ? তারা যদি নিষ্ক্রিয় না থাকেন তাহলে সমাজের পট পরিবর্তন ত্বরান্বিত হবে এতে কোন সন্দেহ নেই।
মহানবী (স.) বলেন :
لا يُكْمِلُ الْمُؤمِنُ ايمانَهُ حَتّى يَحتَوىَ عَلى مِائَةٍ وَ ثَلاثِ خِصالٍ:... لا يَقْبَلُ الْباطِلَ مِن صَديقِهِ وَ لا يَرُدُّ الْحَقَّ مِنْ عَدُوِّهِ...؛
কোন মুমিন মানুষের ইমান পূর্ণ হবে না যতক্ষন ১০৩ টি বৈশিষ্ট্য তার মধ্যে না আসছে, যার একটি হল , যদি তার দোস্তও অপরাধ করে তবুও সে তা গ্রহণ করবে না, আর শত্রুর ভয়ে সত্য ও সততাকে সে পদপিষ্ঠ করবে না। [বিহারুল আনোয়ার, ৬৭ খন্ড, ৩১০ পৃ.]
তাই আসুন দেশ গড়ার ক্ষেত্রে এই মহৌষধ ,' নিজের ব্যক্তিগত ক্ষতি হলেও সতাতার সাথে পথচলি আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই"
নতুনা দেশ গড়া সম্ভব নয়।
দেশ আজ অন্যায় অপরাধে ভরেগেছে, মানুষগুলো যেন কেমন অমানুষ হয়ে যাচ্ছে, ভয়নক এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে আজ বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৩