আমার জীবনে এমন একটি অভাবিত ঘটনা ঘটে গেছে, যা আমার মত ছেলের জন্য অকল্পনীয়। আমরা লাইফে সবাই খুবই ব্যস্ত, তাই অবসর সময়টাকে ফেসবুক বা ব্লগে কাটাতে পছন্দ করি। আসলে আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে আমার ভিতরে। আমি খুবই মিশুক প্রকৃতির একটি ছেলে। সবসময় হাসি-খুশি, সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। সবাই আমাকে ভালবাসুক এটাই আমার একান্ত ইচ্ছা। কিন্তু এখন এমন কেন হল ? কোন নারীর জন্য আলাদা করে এতটা টান অনুভব করব- এটাও কি সম্ভব ? এ যেন এক বিশাল ঝড় এসে গেছে। একা একা হাসি, আবার একা একাই কাদিঁ। কবিতা লিখে যাচ্ছি, গল্প লিখে যাচ্ছি- যেন কোন বিরাম নেই আমার। এমন কেন হচ্ছে ? আমি কি হারিয়ে যাচ্ছি। একজন তো বলছে- আমার এ বয়সে এভাবে টিন-এজারদের মত আচরন ঠিক শোভনীয় নয়। কিন্তু আমি কি করব ?-কিছুই বুঝতে পারছি না। আমার শুধু তার হাসি শুনতে ভাল লাগে। সারাক্ষন শুধু তার স্মৃতি মনে পড়ে, এমন কেন হচ্ছে ? আমি কি হারিয়ে যাচ্ছি। সব কিছুই এখন আমার ভাল লাগে। মনে হচ্ছে- আনন্দে বাতাসে উড়ে বেড়াচ্ছি।
আমাকে তার ভাল লাগে কিনা সেটা আমি কীভাবে বুঝব ???

