> একটা বাচ্চা মেয়ে আত্মহত্যা করার আগে সুইসাইড নোটে লিখে গেছেতার মৃত্যুর জন্য দায়ী তার স্কুলের ম্যাডাম ( নাম সম্ভবত রিমি) !
কি ভয়ংকর ব্যাপার!! অভিযোগ ছিলো- সেই ম্যাডাম মেয়েটার পরীক্ষার খাতা না কি অহেতুক নিয়েছেন এবং নাম্বার কমিয়ে দিয়েছেন!
মেয়েটা বলেছিলো- ম্যাডামের মানসিক চিকিৎসা দরকার! তাকে যেন মেন্টালে পাঠানো হয়!!
অথচ সেই বাচ্চা মেয়েটা জানতো না-তারও মানসিক চিকিৎসার দরকার ছিলো ! কারন- আত্মহত্যা কোন সমস্যার সমাধান না!!
একজন শিক্ষক হিসেবে আমি নিজেও খুব ভয় পাচ্ছি কখন কোন বাচ্চার কোন অভিযোগের শিকার হই! তবে এটা নির্দ্বিধায় বলতে পারি-
স্কুলে শিক্ষকদের ( প্রাইভেট পড়া নিয়ে কিংবা ব্যক্তিগত ব্যাপারে) রেষানলে অনেক বাচ্চাই পড়ে ! খুব খুব চেষ্টা করি যেন নিজের দ্বারা এমন ঘৃণিত কাজ না হয়!
গত মঙ্গলবারে রাজধানীর শাজাহানপুরে এই ঘটনা ঘটে! ছাত্রী শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ের!
এ কারনেই স্কুলগুলোতে কাউন্সিলিং করা দরকার বিভিন্ন বিষয়ে! এবং কাউন্সিলিং এর উপর একটা ক্লাস থাকা দরকার!
যেখানে এক এক সময়ে ভিন্ন ভিন্ন বিষয়ে কাউন্সিলিং করা হবে! খুব শিঘ্রই আমার স্কুলে কাউন্সিলিং ক্লাস হতে যাচ্ছে!
প্রথমেই ৩টা বিষয় থাকবে- মাদক/ প্রেম/ পিরিয়ড! এরপর - আত্মহত্যা সহ আরো নানা বিষয় আসবে!
> পায়েলের ( নর্থ সাউথের ছাত্র যে গাড়িতে উঠতে গিয়ে ধাক্কা খেয়ে থেতলে যায় পরে তাকে মৃত ভেবে সেই গাড়ির চালক আর হেল্পার তাকে তুলে নিয়ে পাশের এক পুকুরে ফেলে দেয় ) হত্যাকারীদের ফাঁসি হবে না জানি! কারন এদের হাত সম্ভবত সরকার কিংবা আইনের থেকেও বড়! কারন এসব গাড়ি চালক আর হেল্পাররা অহরহ রাস্তায় মানুষকে মারছে কিন্তু আজ পর্যন্ত কারো বিচার হয়নি তেমন! ও হ্যাঁ শুধু হানিফ না- নাবিল/ শ্যামলী/ এস এ পরিবহণ সহ প্রায় সব বাস এরই চালক আর হেল্পার এক একটা জানোয়ার!! দিনাজপুর/ রংপুর- ঢাকা যাতায়াত এ এদের এমন অনেক কর্মই দেখেছি এবং শুনেছি! বিশেষ করে নাইট কোচ গুলোতে যা হয় আর কি.........
> মিরপুর বেড়িবাঁধে মাদকের আড্ডা! আহা কি সুন্দর সুন্দর ঝুপড়িতে চলে এসব আড্ডা! পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাসোহারা নেয়ার ! আহা এদের ক্রসফায়ারে দেয়া হবে কবে?
> ভারী বর্ষণে মানুষের ঘর বাড়ি তলিয়ে গেলে কিংবা জমি তলিয়ে গেলে যে কষ্ট হয় আমার সেই কষ্ট হচ্ছে ভারি বর্ষণে তলিয়ে যাওয়া- আমার সদ্য চাষ করা পাটশাকের ক্ষেত আর শশার ক্ষেত দেখে... বুকটা ফাইটা যাইতেছে রে পাগলা!! একটু মাটি এনে যে দিবো সেই সুযোগ পাচ্ছি না......... !