আমার আশেপাশের নব্বই ভাগ মানুষ মনে করে ব্লগার মানেই নাস্তিক
এবং আশেপাশের যারা জানে আমি ব্লগার তারা মনে করে আমিও নাস্তিক
প্রতিবারই কোন ব্লগার হত্যার পরপরই আমাকে প্রশ্ন করা হয়, নেক্সট টার্গেট কি তুই/তুমি ?
আমি নাদান মানুষ, আহাম্মকের মত চেয়ে থাকি
একবারের ঘটনা বলি, আমি আমাদের মহল্লার মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছি...
হটাৎ একজন মাঝবয়সী (মহল্লার বড় ভাই) আমায় বললেন,
কিতাবে তুই মসজিদও কিতা খরছ ?
টিনের চালে কাক ! আমি তো অবাক !!!
নামাজ পড়তে আসছিলাম ভাই :o
বড় ভাই টাস্কিত, যেই-সেই টাস্কি না এক্বেবারে হার্ট এ্যটাকের মত টাস্কি খেয়ে আরে তুই তো ব্লগার, তুই নাস্তিক মানুষ, নামাজ তো মুসলমানরা পড়ে !
আমি ঐ মহাজ্ঞানীরে শুধু একটা কথাই বলছি...
"কথা বেশী বললে হায়াত কমে, কথা কম বইলেন প্লিজ । আর যত বেশী বুঝবেন, বেঁচে থাকাটা তত বেশী জটিল হয়ে যাবে । ভালো থাকবেন ।"
বি: দ্র: আমি শুধুমাত্র পাঠক ব্লগার ।
আমি নিশ্চিত ওরা ভাতের বদলে ঘাস খায় । ওরা সংখ্যাগরিষ্ঠ নাদান ।