দিনের শুরুতে চমৎকার আবহাওয়া, গতরাত্রে ঘুমটাও অসাধারণ হইছে, ফুরফুরা মেজাজে বাইর হইছি। সিলেটের বাইরের এক মফঃস্বলে "দ্য ইলেকট্রিক হসপিটাল"এর একটা প্রোজেক্টে সাইট ভিজিটের জন্য। (গরীব মানুষ পেটের দায়ে কামলা খাটতে হয়) আনুমানিক সময় সকাল নয়টা হপে।
বাসা থেকে বের হয়ে সিএনজি খুঁজি, ঠিক ঐ সময়ই ২০/২৫ গজ দূরে একটা সিএনজি থেকে যাত্রী নামছে, (সম্ভবত প্রেমিক প্রেমিকা) পোলার চাইতে মাইয়াটা বহুত খুবছোরত আছিল।
যথারীতি আমি সিএনজিওয়ালার সাথে কথা বলে সিএনজিতে উঠছি, অতঃপর নবাবজাদার মতো হাত পা ছড়াইয়া বসছি। ঠিক ঐ সময়ই পিছনের দিকে নজর পড়ছে, দেখি একটা মোবাইল লগে হেডফোনও আছে, হাতে নিয়া দেখি 'আইফোন ৫এস' এমন সময় সাইট থেকে আমার মোবাইলে কল আসছে, কথা বলার সময়ই আইফোনেও কল আসছে তিন চাইরবার, ঐটা রিসিভ না করে আমি আমার ফোনেই কথা বলায় ব্যাস্ত ছিলাম। আমার কথা বলা শেষ। আবারও কল অতঃপর রিসিভ করলাম, রিসিভ করার সাথে সাথেই যা'তা গালাগালি শুরু করছে, কল কেটে দিলাম, আবারও কল আবারও রিসিভ আবারও গালাগালি, এইরকম কয়েকবার এক পর্যায় ফোন বন্ধ করে দিলাম। মেজাজ চরম খারাপ হয়েগেছে, ফেরত দেওয়ার ইচ্ছা ছিলও, চিন্তা করলাম দিমুনা।
সাইট থেকে ফেরার সময় সেট অন করতেই কল আসলো, আগের মতই রিসিভ করার সাথে সাথেই গালাগালি। বরদাশত করারও একটা লিমিট আছে। বললাম খামুশ হউরের ফুয়া (শ্বশুরের ছেলে) প্রত্যেকবারই গালাগালি করছোছ মোবাইল দেওয়ার ইচ্ছা ছিলও, যাহ এখন আর দিমুনা, বলেই ফোন বন্ধ। ঘণ্টা দুয়েক পরে অন করার সাথে সাথেই একটা ম্যাসেজ "দুঃখিত ভাইয়া আমি বুঝিনাই, ফোনটা ফেরত দিলে খুশি হবও" । আমিও রিপ্লাই দিলাম, বেটা আহাম্মক তোর ফোন ফেরত দেওয়ার ইচ্ছা আছে বলেইতো এখনও সিম চেঞ্জ করিনাই, এই সামান্য জিনিষটাও বুঝছ না ? সন্ধ্যার পরে ফোন দিছ, বইলা দিমুনে কোঁথায় আশা লাগবে।
সাথে সাথেই কল আসলো, রিসিভ করার সাথেই বলে ভাই আমি সরি আসলে বুঝিনি...থামিয়ে দিয়ে বললাম সন্ধ্যার পরে ফোন দিছ। অতঃপর সন্ধ্যার পরে ফোন আসলো, ঠিকানা বলে দিলাম, এফ'জেড মোটরসাইকেল নিয়া আসছে, দেখতে শুনতে মাশাআল্লাহ, এক্কেবারে সালমান খান। সামনাসামনি হওয়ার পরে জিঘাইলাম, পড়াশুনা কতটুকু করছেন? বলেনা! আমি বললাম না কইলে ফোন দিমুনা। তারপর বলছে সত্য কথাই বলছে 'ম্যাট্রিক ফেইল'
মোবাইলটা হাতে দিয়া বললাম...মোটরসাইকেলে উঠ আর এক টান দে... নাইলে কাঁনশা বরাবর একটা দিমু।
বিঃ দ্রঃ পোলায় অবশ্য আমারে খাওয়াইতে চাইছিল, আমি ধমক ধামক দিয়া বিদায় করছি।
মোড়াল অফ দ্য হিস্টোরিঃ টাকাপয়সা ধন দৌলত, সুন্দর লেবাস, মোটরবাইক আর স্মার্ট ফোন থাকলেও সভ্য হওয়া যায়না। সভ্যতার জন্য সৎচরিত্রের প্রয়োজন। সৎচরিত্র আর শুশিক্ষা থাকলে কতও শতও সমাজ সভ্যতা গড়া যায়