আআআহ...কে কার আপনজন...নিঃশ্বাসে দূষণ
লালসা প্রেম মিলেমিশে একাকার...................
ফুসফুসে নিকোটিন...জমা হয় প্রতিদিন
চোখের সামনে খোলা নরকের দ্বার........................
কতো সহস্র স্বপ্নের ফুল ঝরছে মুকুল হাড়িয়ে দুকূল
অস্তিত্তের সংকটে রাজশ্রী...............যদি জানতে......
আজ সীমান্তের কাঁটাতার ছিরে সন্ত্রাস হয়ে মানুষের ভিড়ে হানাদার সাজি আমরাই রাজশ্রী
যদি জানতে.................................
এখানে এখনো উদাসীন হয়ে মানুষ চলেছে জীবনকে বয়ে...
গণতন্ত্রকে গণধর্ষণ করে চলে কিছু লোক..............................
স্বপ্ন এখানে টিভি পর্দায়......শয়তান জিব কাটে লজ্জায়
হাল ভাঙা মন হাল ছেড়ে ভাবে যা হবার তাই হোক...
আজও রাত্রির নিস্থব্ধতা চিরে দিয়ে বলে মিকি স্বাধীনতা...
সাব ঝুট হে ঝুট হে রাজশ্রী......যদি জানতে..................
সেখানে আমরা খুজি বিশ্বাস যেখানে গুহায় হায়নার বাস
ভাঙ্গে বিশ্বাস সে তো অভ্যাস হাজার বছরকার...............।
চীৎকার করে চাই অধিকার...ভাবিনা আমরা কি দাবীদার
কোন সভ্যতা প্রজনন করি কি আমার দায়ভার ।
আজও ধর্মকে করতে ধারণ রাম রহীমের সন্ধি বারণ...
নির্দেশ করি আমরাই রাজশ্রী......যদি জানতে.........
আজ সীমান্তের কাঁটাতার ছিরে সন্ত্রাস হয়ে মানুষের ভিড়ে হানাদার সাজি আমরাই রাজশ্রী
যদি জানতে.................................
এখানে এখনো উদাসীন হয়ে মানুষ চলেছে জীবনকে বয়ে...
গণতন্ত্রকে গণধর্ষণ করে চলে কিছু লোক..............................