ভাবীর খুন সৃস্টির মত
বাকা বৃষ্টির চিমটি খেয়ে,
কুরিয়েছি হিম শুন্দরের বিগলা আদল
দেখি শুনার উঠান ভরা শাদা পাঙ্গাশের পেটি,
জোৎস্নার টুকরো ঝরে ঝম ঝম
বৃষ্টির বোগল ,
আপা কুচরে গুটি গুটি আম উষ্ণতা গিলেছে
বৃষ্টির জ্বলে ভিজেছে কম্পমান কবুতর দুটি
নম্র মাংশের বোগল জলস্কেপে
অস্তিত্ত্ব মেলেছে
যেন বে আব্রু বৃষ্টিতে মুখ তুলে যৌবনের জুটি
বেগুনি সুর্যের রশ্মী চেটে নিয়ে
নাজুক নরম কাঁদার ক্ষীরে ভরে তোলে ত্বকের ফাটল
তামাটে শরীর তাই শুদাগনন্ধি মাটির নজির
বর্ষার আদরে খুলে বাংলাদেশ মৃত্তির আগল
এই দেশ এই মাটি আট পৌরে তোমার যৌবন
এখানেই রব আমি চিরকাল
শুদ্ধ মধুবন
( কুরিয়ে পাওয়া কবিতা )
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮