কোটি দর্শকের আকাংখা পূরণের স্বপ্ন নিয়ে রচিত হচ্ছে একটি চলচ্চিত্র- নৃ।
নৃ অবশ্যই আর্ট ফিল্ম।
নৃ অবশ্যই কমার্শিয়াল ফিল্ম।
শব্দ ও চলমান চিত্রণের জাদুকরী উপস্থাপনায় নৃ একটি সম্পূর্ণ গল্প। আমরা অবশ্যই দাবী করছি না ব্যতিক্রমী কিছু করছি বলে। বাংলার সহজিয়া রূপ-রস-গন্ধের স্বাদেই হচ্ছে রান্না। আপনার, আমার, আমাদের কথা..আমাদের মতো করেই বলার প্রচেষ্টা রয়েছে এই চলচ্চিত্রে। নৃ তাই ভিন্ন কিছুই বলে না। সবার মতোই বলে।
দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল এই অভিযাত্রার। আমাদের ফেসবুক পেজ এ শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা দিন দিন বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত পৃথিবীর ৪৭ টি দেশ এর মানুষের অংশগ্রহন রয়েছে এই পেজ এ। আর ইউটিউবে আমাদের টিজার দেখা হয়েছে ৬৭ দেশে থেকে। আমাদের জন্য এ এক অপূর্ব পাওয়া। এক জাহাজ বোঝাই ভালোবাসা সবার জন্য।
সবকিছু মিলে গেলে এ বছরই নৃ’র মুক্তি ঘটবে বলে আমরা আশাবাদী।
হা, আশাবাদী। আমরা মানুষ তাই - শত বৈরিতায়ও আমরা আশায় বুক বাঁধি।
জয় হোক মানুষের ... ওম্ নৃ।।
পেইজের লিংক।
টিজারের লিংক।