[[ এটা কিন্তু ঠিক রিভিউ বলা যায় না । তবে স্পয়লার নাই ]]
মারভেল আর ডিসির গ্যাড়াকলে পড়ে আমরা অনেকেই বাকি দুই জায়ান্ট কমিক্স এজেন্সী - ডার্ক হর্স কমিক্স আর হাশব্রো কমিক্স কে ভুলতে বসেছি । যদিও আমার জানামতে ডার্ক হর্সই প্রথম বিগ বাজেট ব্লকবাস্টার কমিক এডাপটেশন মুভি বানায় । যারা জানেননা তাদের জন্য - টারমিনেটর, এলিয়েন, প্রেডাটর -- সব ডার্ক হর্স কমিক্স এর প্রোডাক্ট । অন্যদিকে আছে হাশব্রো - ট্রান্সফরমার, জিআই জো, প্যাসিফিক রিম, ব্যাটলশিপ --- সাইফাই / রোবট দুনিয়ার দুই সত্যিকারের জায়ান্ট এরা!!
হাশব্রো'র ট্রান্সফরমারের বিশাল সাফল্যের পর ডার্ক হর্স হিটব্যাক করল "টারমিনেটর ঃ জেনেসিস" দিয়ে । যারা আমার মত পিচ্চি থাকতে টারমিনেটর টুঃ দ্য জাজমেন্ট ডে দেখে এক্সাইটেড হত - এবং সিরিজের বাকিগুলা যাদের কাছে 'খুব একটা জমেনাই' টাইপ লেগেছে -- তাদের কাছে "জেনেসিস" ভাল লাগার কথা । আমার কাছে জোস লেগেছে!! ডিসি ফ্যান হিসেবে টাইম ট্রাভেল আর অল্টারনেট টাইম লাইন ডালভাত হয়ে গেলেও আমার এখোনো এই জিনিসটা দারুন লাগে! টারমিনেটর এবার বলা যায় রিবুট করল! স্পয়লার ছাড়া ঘটনা মোটামুটি এরকম -
আগে সবসময় একটা গুড / রিপ্রোগ্রামড টারমিনেটর পাস্টে পাঠানো হত সারাহ কনর / জন কনর কে বাচানোর জন্য । এবার একজন আস্ত মানুষ পাঠানো হয়েছে!! নাম কাইল রিজ ( অভিনয় করেছে জাই কোর্টনি ) -- কিন্তু বেচারা পাস্টে এসেই একটা ধাক্কা খায়!! কোন এক অজানা কারনে টাইমলাইন চেঞ্জ হয়ে গেছে!!! স্কাইনেট বেড়ে উঠছে নতুন রুপে - নতুন নামে - জেনেসিস ( কেন যেন গুগল গুগল একটা ভাব লাগল )
টুকিটাকি ভাল লেগেছে যেসব বিষয় -
কমিক্সের সেই নীল রঙ এর টাইম স্ফেয়ার এর চিত্রায়ন এবার অনেক জায়গাতেই হয়েছে । বুড়ো আর্নল্ড বুরো অবস্থাতেই গুড একটিং করেছে । সারাহ কনর ওয়াজ জোস । ডার্ক হর্স ফাকতালে অপটিমাস প্রাইম ( হাশব্রো ) কে খোচা মারতে ছাড়েনাই ,যদিও কিছু যায়গায় শেপ শিফটিং মনে হয়েছে ট্রান্সফরমিং এর অনুকরণে । মাঝখানে উইল স্মিথ এর ব্যাড বয়েজ মুভি সাউন্ডট্র্যাক এর ইউজ টা মজার ছিল!!
আর -- জাই কোর্টনি -- ম্যান! আমি ফ্যান হয়ে গেছি ওর । ডাইভারজেন্ট মুভিতে তার অভিনয় দেখে দারুন লেগেছিল! ইনসারজেন্ট এও জোস! তবে সেন্ট্রাল ক্যারেকটার মনে হয় এই প্রথম করল । এছাড়া নেক্সট ইয়ারের ডিসি সুপার ভিলেইন ব্লকবাস্টার "সুইসাইড স্কোয়াড" এও জাই থাকছে "ক্যাপটেন বুমারাং" চরিত্রে!
যাই হোক - আমার রেটিং - ৮/১০ ( ডার্ক হর্স না হয়ে ডিসি হলে ৯ দিতাম -- পক্ষপাত )
সাইড টপিক -- ডিসি আর ডার্ক হর্স এর কয়েকটা জয়েন মিনি সিরিজ আছে কমিক্স এ -- সুপারম্যান ভারসসেস টারমিনেটর, গ্রিন ল্যান্টারন ভারসেস এলিয়েন --- ৪ এপিসোডের সিরিজগুলা পড়ে দেখতে পারেন ।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১০:২০