রেক ঃ রিভিউ
বলে রাখা ভাল, ইংরেজী ছাড়া অন্য ভাষার মুভি আমি খুব কম দেখেছি । এটা তার ভিতর একটা । মুভি ( সম্ভবত ) স্প্যানিশ, ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখলাম ।
মুভি শুরু হয় একজন রিপোর্টার আর তার ক্যামেরাম্যানের একটা লেট নাইট শো দিয়ে । তারা রাতের ফায়ার ব্রিগেড ক্যাম্প নিয়ে ফিচার করার জন্য একটা ফায়ার স্টেশনে যায় । একসময় একটা ইমারজেন্সী কল আসে, টিভি ক্রু ও ফায়ারমেনদের সাথে যায় কিভাবে তারা ইমারজেন্সী রেসপন্স করে সেটা দেখাবার উদ্দেশ্যে ।
একটা বিল্ডিং এ একজন বৃদ্ধা অসুস্থ - এই থেকে ঘটনা শুরু । বিল্ডিং টা কোয়ারেনটাইন করে ফেলা হয়, অথরিটি বিএনসি ( BNC = Bio Nuclear Chemical Threat ) প্রোটকল ঘোষনা করে । একটা ইনফেকশন ছড়িয়ে পড়তে থাকে বাসিন্দা দের ভিতর - অথচ তারা জানেও না আসলে কি হচ্ছে! বিল্ডিং এর বাসিন্দা - বাচ্চা থেকে নিয়ে বুড়ো - পুরুষ মহিলা আর সাথে টিভি ক্রু আর দুইজন পুলিশ অফিসার ও দুইজন ফায়ারমেন । এদের সারভাইভিং এর কাহিনী ।
অল্প স্পয়লার দেই - জোম্বি টাইপ একটা ব্যাপার আছে । কিন্তু প্রচলিত জোম্বি মুভি থেকে অনেকটাই আলাদা - সেটা ডিরেকশনের গুন । আর কনটামিনাশন দিয়ে সাইফাই বানিয়ে ফেলা হয় নাই, হরর / ডেমোনিক ফ্লেভার ও আছে যুগপৎ ভাবে! কোন ওভার একটিং নাই - কোন আলগা / বাড়তি নাটকীয়তা নাই - দেখার সময় মনে হয়েছে সত্যিকারের কোন ঘটনার ভিডিও দেখছি । এবং ইউরোপ / আমেরিকা / এশিয়া --- যে কোন অঞ্চলের মানুষদেরই এ ধরনের ঘটনায় যেমন রেস্পন্স হবার কথা ঠিক তাই আছে । কেউ হিরো হয়ে যাচ্ছে না, আবার ( আমাদের অঞ্চলের মত, মেয়েরা ) এত বিচলিত হয়ে পড়ছেনা যে একটা "আজাইড়া বিরক্তিকর" পরিস্থিতি তৈরি করে । আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে গিয়েছি কোন বোরিং লাগা ছাড়াই - যদিও একটা অচেনা ভাষা ।
আমার রেটিং - ৭/১০
স্পেশাল পয়েন্ট - রিপোর্টার মেয়েটারে জোস লাগছে
আমার জানামতে এই সিরিজের ৪ টা বের হয়েছে । আমি ২ টা দেখেছি । তিন নম্বর দেখা শেষ হলে সেকেন্ড পার্টের রিভিউ দিব ।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭