পর্ব - ০ ঃ ইন্ট্রোডাকশন
>>>>>>>>>>>>>>>
কন্সপাইরেসি থিয়োরি" ---- অর্থাৎ এমন কোন টপিক / নিউজ যা মেইন্সট্রীম মিডিয়া / সরকার / কর্তৃপক্ষ অস্বীকার করে ।
কন্সপাইরেসি থিয়োরি প্রচলিত অর্থে একটু কিম্ভূত টাইপের হয়ে থাকে । মোটামুটি আলোচিত কন্সপাইরেসি থিয়োরি গুলা হল - এলিয়েন, ইলুমিনাটি, মেসন, ইউএফও, এরিয়া ফিফটি ওয়ান ইত্যাদি । কখনো কখনো একটা থিয়োরি আরেকটা থিয়োরির সাথে কিছু কিছু ক্ষেত্রে মারজ হয়ে যায় । খুব কম লোকেই কন্সপাইরেসি থিয়োরিগুলা সম্পর্কে জানে । যারা জানে, তাদের ভিতর বেশিরভাগই হেসে উড়িয়ে দেয়, খুব কম সঙ্খ্যক লোক এগুলা বিশ্বাস করে । এদের বলা হয় কন্সপাইরেসি থিয়োরিস্ট ।
আমি একজন কন্সপাইরেসি থিয়োরিস্ট ।
কন্সপাইরেসি থিয়োরির প্রসার ঘটেছে ইন্টারনেট আর ব্লগিং শুরু হবার পর । তবে সবচে বেশি ভাইব এনে দিয়েছে ইউটিউব । কনসপাইরেসি থিয়োরির সাধারণ লোকের কাছে বিশ্বাসযোগ্য না হবার বেশ কিছু কারন আছে । একটা হল, যে এগুলা "কেমন যেন ফ্যান্টাসি টাইপ" - মানে অবাস্তব । আরেকটা সমস্যা হল অনেক কন্সপাইরেসি থিয়োরিস্ট নিজের মতামত প্রচার করে যার পিছনে তেমন ইনফো / সোর্স বেজ থাকে না । আর আরেকটা সমস্যা - বড় সমস্যা - আসল সমস্যা -- সরকার / কর্তৃপক্ষ অনেক সময়েই নিজেরা / নিজেদের লোক / টাকা দিয়ে অন্যান্য ব্লগারদের মাধ্যমে অযৌক্তিক , অপ্রয়োজনীয়, ও মিথ্যা ইনফরমেশন মিক্স করে দেয় । অনেক সময় সম্পূর্ণ ভূল এবং নতুন কন্সপাইরেসি থিয়োরি চালু করে দেয় বাজারে । এর উদ্দেশ্য হল যদি কখনো, কোনভাবে কোন গুরুত্বপূর্ণ / টপ সিক্রেট ইনফো লিকও হয়ে যায় তবু যেন সেটা সাধারণ মানুষদের কাছে গ্রহনযোগ্য না হয় ।
প্রশ্ন উঠতে পারে, কন্সপাইরেসি থিয়োরি নিয়ে এত ঘাটাঘাটির কি দরকার? বেশিরভাগ কন্সপাইরেসি থিয়োরিই পশ্চিমা বিশ্ব কেন্দ্রিক, তো আমাদের কি আসে যায়?
উত্তর হল, একবিংশ শতকে পৃথিবীকে একটা একক গ্রহ হিসেবেই বিবেচনা করতে হবে, আলাদা আলাদা দেশ / কন্টিনেন্ট / রিজিওন হিসেবে না । আর, কন্সপাইরেসি থিয়োরি মিথ্যা হলে কোন সমস্যা নাই, কিন্তু, যদি, ১% সম্ভাবনাও থাকে যে এদের যে কোন একটা বা কিছু অংশ সত্যি -- সমগ্র পৃথিবীতেই এর প্রভাব পড়বে । আপনার আমার ব্যাক্তিগত জীবনও এর বাইরে নয় । সেটা ঠেকাবার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি না থাকুক, কি বিপদ আসছে সে সম্পর্কে নূন্যতম ধারণাটুকু আছে তো আপনার???
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
পর্ব ১ ঃ ওয়ার্ল্ড ম্যাপ কনস্পাইরেসি
>>>>>>>>>>>>>>>>>>>>>>
একটা মোটামুটি অখ্যাত কন্সপাইরেসি থিয়োরি দিয়েই শুরু করি ।
"ওয়ার্ল্ড ম্যাপ কন্সপাইরেসি"
গুগল বা হাতের কাছে যে কোন এটলাস ( ম্যাপের বই ) থাকলে কিছু জিনিস মিলিয়ে নিন । মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন 9,857,306 km² , আফ্রিকা মহাদেশের আয়তন 30,221,532 km² - অনুপাতটা খেয়াল করুন । আমেরিকা থেকে আফ্রিকা প্রায় চার গুন বড়!! আপনার কাছে থাকা ম্যাপের স্কেলিং কি তাই বলে?? আপনার ম্যাপের স্কেলিং ভুল ? অন্য কোন সোর্স থেকে ম্যাপ দেখুন - একই অবস্থা । প্রচলিত সব মানচিত্রে আফ্রিকা যতবড় হবার কথা তার চেয়ে ছোট করে দেখানো হয়েছে ।
এবার আসুন দক্ষিন আমেরিকায়, এর আয়তন - 17,840,000 km² , মোটামুটি ভাবে আফ্রিকার অর্ধেকের চাইতে একটু বড় । কিন্তু ম্যাপ আবার ভুল দেখাচ্ছে তাই না??
মার্কিন যুক্তরাষ্ট্র আর দক্ষিন আমেরিকা মহাদেশের রেশিও তো আরো ভয়াবহ!!
ম্যাপ দেখে বুঝার কোন উপায় আছে যে ইউএসএ থেকে ল্যাটিন আমেরিকা প্রায় ১.৮ গুন বড় - প্রায় ডাবলের কাছাকাছি!!!
আপনি যদি চেক করেন তাহলে এমন আরো কিছু অসঙ্গতি চোখে পড়বে । কথা হল - এই ভুল কি ইচ্ছাকৃত ? এখন পর্যন্ত ছোট বড় কোন দেশের কোন সরকার এই জিনিসের প্রতিবাদ করেনি! কাজেই এটা অবশ্যই পরিকল্পিত!!
প্রশ্ন হল, কার পরিকল্পনা, কিসের পরিকল্পনা?? বিশ্বের মানচিত্রে ভুল চিত্র ঢুকিয়ে দিয়ে কার কি লাভ ??? আর লাভ যদি নাই থাকে, এই ভূল শুধরে নেয়া হচ্ছে না কেন??
সাধারণ মানুষ মজার একটা ইনফো হিসেবে নিয়ে দুদিন পরেই এই ব্যাপারটা ভুলে যাবে । কিন্তু কন্সপাইরেসি থিয়োরিস্টরা চালিয়ে যাবে অনুসন্ধান ।
মনে রাখবেন, যে গ্রহের প্রচলিত মানচিত্র জাল সেই গ্রহে কোন পর্যায়ের ষড়যন্ত্র চলতে পারে তা নিয়ে আপনার কোন আইডিয়াই নেই ।
বিঃদ্রঃ গুগলে পিটারস প্রজেকশন দেখতে পারেন ।