মতিঝিল শাপলা চত্বরে শুরু হয়েছে গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ । পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টা ৪০মিনিটে পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। বেলা আড়াইটার দিকে সমাবেশে যোগ দিতে প্রজন্ম চত্বর থেকে আন্দোলনকারীদের একটি মিছিল রওনা হয় মতিঝিল শাপলা চত্বর অভিমুখে। নেতৃত্বদানকারী ব্লগাররা ইতিমধ্যে পৌঁছে যান শাপলা চত্বরের সমাবেশস্থলে।
ইতমধ্যে শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়েছে। দুপুর থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে যোগ দিতে থাকে। সমাবেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে লক্ষ্যনীয়। তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সমাবেশকে কেন্দ্র করে। র্যাব পুলিশের পাশাপাশি রয়েছে বিশেষ ডগ স্কোয়াডের উপস্থিতি। বিভিন্ন ভবনের ছাদে মোতায়েন করা হয়েছে পুলিশ।
ডা. ইমরান এইচ সরকারের সভাপতিত্বে এ সমাবেশে এতে গণজাগরণ মঞ্চ, বাংলাদেশ ছাত্রলীগ ও বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে ।
প্রজন্ম চত্বরের কর্মসূচিকে তৃণমূলে ছড়িয়ে দিতেই বিভিন্ন স্থানে মহাসমাবেশের কর্মসূচি পালন করা হচ্ছে। এর আগে শনিবার রায়েরবাজার ও সোমবার মিরপুরে ছয় দফা দাবিতে সমাবেশ করে। এছাড়া গতকাল দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে স্মারকলিপি দেন গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আজ শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন না চললেও গণস্বাক্ষর করতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা সমবেত হচ্ছেন।
সূত্র