পরিবেশ বিপর্যয় কিংবা এ ধরনের কোনো কারণে পৃথিবী যদি বসবাসের অযোগ্য হয়ে পড়ে তাহলে আমরা গ্লিস ৫৮১সি গ্রহটিতে পালিয়ে যেতে পারবো কি? বিজ্ঞানীরা জানাচ্ছেন, নতুন আবিষ্কৃত গ্রহটির নক্ষত্রটি যদিও পৃথিবীর সবচেয়ে কাছের ১০০টি নক্ষত্রের একটি। এর পরও সেখানে মানুষের পদার্পণ খুব সহজ নয়। গ্রহটি পৃথিবী থেকে ২০.৫ আলোকবর্ষ বা ১২০,৫১৯,৫০০,০০০,০০০ মাইল দূরে অবস্থিত। মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগামী মহাকাশযান হচ্ছে অ্যাপোলো ১০। মহাশূন্যে এটি প্রতি ঘণ্টায় ২৪,৭৯১ মাইল বেগে চলতে পারে। অ্যাপোলো ১০ মহাকাশযানটি দিয়ে গ্লিস ৫৮১সি গ্রহটিতে যেতে সময় লাগবে ৪.৮৬ বিলিয়ন বছর। পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছে প্রায় চার বিলিয়ন বছর আগে। তাই মানুষের বর্তমান প্রযুক্তি দিয়ে গ্রহটিতে যাওয়া প্রায় অসম্ভব একটি কাজ।
তবে আলোর গতিতে যদি যাতায়াত করা সম্ভব হয় তাহলে সেখানে যেতে ২০ বছর ৬ মাস লাগবে।
গ্লিস ৫৮১সি গ্রহের এলিয়েনরা পৃথিবীর যা দেখছে
পৃথিবী থেকে ২০.৫ আলোকবর্ষ দূরের এলিয়েনদের যদি উন্নত মানের রেডিও টেলিস্কোপ থেকে থাকে এবং তা দিয়ে তারা যদি পৃথিবীকে লক্ষ্য করে থাকে তাহলে তারা এ মুহূর্তে ২০.৫ বছর আগের পৃথিবীর খবর জানতে পারবে। কারণ আলোর গতিতে সিগনাল গেলেও তা সেখানে যেতে ২০.৫ বছর সময় লাগবে। আমরা যে তাদের গ্রহটি আবিষ্কার করেছি এবং তা নিয়ে আলোচনা করছি, মিডিয়ার এ রিপোর্ট তাদের ওখানে পৌছতে আরো ২০ বছর অপেক্ষা করতে হবে।
এ সময় তারা পৃথিবীর যেসব তথ্য জানতে পারবে তার মধ্যে আছে, বৃটেনে মার্গারেট থ্যাচার এবং নেইল কিন্নক ভোট যুদ্ধ করছেন। মস্কোর রেড স্কয়ারে ম্যাথিয়াস রাস্ট একটি ছোট প্লেন নিয়ে অবতরণ করেছেন। জিম্বাবুয়ের প্রথম কালো প্রেসিডেন্ট হিসেবে রবার্ট মুগাবে শপথ নিয়েছেন।
এছাড়া ব্যাড নিয়ে বাজার মাতাচ্ছেন মাইকেল জ্যাকসন। তুমুল জনপ্রিয়তা পেয়েছে চিয়ার্স ও বারগেরাক টিভি শো। খবর পড়ছেন ময়রা স্টুয়ার্ট ও আনা ফোর্ড। কিলরয় সবেমাত্র টিভিতে আত্মপ্রকাশ করছেন।
গ্লিস ৫৮১ : একটি নক্ষত্র। নক্ষত্রটি আকারের দিক দিয়ে সূর্যের তিন ভাগের এক ভাগ এবং প্রায় ৫০ ভাগ ঠাণ্ডা।
গ্লিস ৫৮১সি : আমাদের আলোচিত গ্রহটি। এই গ্রহটি মাত্র ১৩ দিনে নক্ষত্রটিকে একবার প্রদক্ষিণ করে। গড় তাপমাত্রা শূন্য থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের (৩২-১০২ ডিগ্রি ফারেনহাইট) মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এ তাপমাত্রায় জলাভূমি বিশেষ করে লেক ও সাগর থাকা সম্ভব। এর পৃষ্ঠদেশে পানির পাশাপাশি পৃথিবীর মতো মাটি থাকার সম্ভাবনা আছে বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন
গ্লিস ৫৮১বি : পৃথিবীর চেয়ে ১৫ গুণ বড়। এটি ৫.৪ দিনে এর নক্ষত্রটিকে একবার প্রদক্ষিণ করে। এটি খুব গরম এবং প্রাণ ধারণের অনুপযোগী
গ্লিস ৫৮১ডি : পৃথিবীর চেয়ে আট গুণ বড়। এটি ৮৪ দিনে নক্ষত্রটিকে একবার প্রদক্ষিণ করে। এটি খুব ঠাণ্ডা এবং প্রাণ ধারণের অনুপযোগী।
আরো তথ্য....
Click This Link
Click This Link
Click This Link
http://www.physorg.com/news116765339.html
http://oklo.org/?p=206
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৮ ভোর ৫:৫৭