আর আমার হতাশার আখ্যান লিখতে মন চাইছে না।
আমি কিছু আনন্দ লেখা লিখতে চাই।
কিছু হৃদয়খোলা হাসির ছবি সেঁটে দিতে চাই জীবন-দেয়ালে।
অনুভূতির চিত্রপটে আঁকা হোক প্রগাঢ় মমতা,
শুদ্ধতম প্রেম আর টলটলে ভালবাসা।
আমি নিশ্চিন্ত শ্বাস-প্রশ্বাসের গল্পগুলো খুঁজে বের করতে চাই - কে জানে,
হয়ত সেখানে থাকতেও পারে আমার ছায়া...
শীতের দুপুরের ভাতঘুমের মত আহ্লাদী হাওয়া
লেপ্টে থাকুক বারান্দায় - জীবনের পরতে পরতে,
বারান্দার মত রোদ্দূরে হোক জীবন।।।
দু’হাতের আঁজলা ভরে দুঃখ নিয়ে
আমি উর্দ্ধাকাশে উড়িয়ে দিয়েছি তাদের -
মহাশূণ্যই তাদের গন্তব্য হোক।
আর তারা ফিরে না আসুক এখানে- যেখানে শালিক এবং
রোদ, উভয়ে এসে বসে।
আমি অনেক না-পাওয়াদের কাতারে দাঁড়িয়ে
প্রাপ্তিকে দূর থেকে দেখেছি,
তীব্র লোভী চোখে!
তবু বিশ্বাসের জীবন-জীবন গন্ধ আমি এখনো পাই ঘুমের ঘোরে।
এই আধো ঘুম, আধো জাগা সময়, কাগজ কলমের হা-পিত্যেশ..
বারবার সেই গন্ধটাই একটু একটু করে তন্দ্রা আনে, একটু একটু জাগায়..!
আহা..কতদিন আমি সশব্দে জাগিনি!
আজকে আমি নিদারুণ শব্দে আড়মোড়া ভাঙতে চাই।
সকালবেলার রাজপথের মতন আহা, শুভ ব্যাস্ত হোক জীবন।